চার বছরে কোর প্লাণ্ট বেড়েছে ৫০ শতাংশেরও বেশি
গত ছার বছরে ব্যপক হারে উন্নতি ঘটেছে রাজ্যের খাদ্য পরিস্থিতির। সবজি চাষকে আরও এগিয়ে নিয়ে যেতে চালু করা হয়েছে ঢাকনা দেওয়া জালের ব্যবহার। চার বছরে বেড়েছে চাষের এলাকা। ২০১১ পর্যন্ত যা ছিল ২ লক্ষ ৪৩ হাজার ৪৩১ বর্গ কিলোমিটার, চার বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ১৯ হাজার ৮০০ বর্গ কিলোমিটার।
ওয়েব ডেস্ক: গত ছার বছরে ব্যপক হারে উন্নতি ঘটেছে রাজ্যের খাদ্য পরিস্থিতির। সবজি চাষকে আরও এগিয়ে নিয়ে যেতে চালু করা হয়েছে ঢাকনা দেওয়া জালের ব্যবহার। চার বছরে বেড়েছে চাষের এলাকা। ২০১১ পর্যন্ত যা ছিল ২ লক্ষ ৪৩ হাজার ৪৩১ বর্গ কিলোমিটার, চার বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ১৯ হাজার ৮০০ বর্গ কিলোমিটার। বেড়েছে ৮১.৫৬ শতাংশ। সারের ক্ষেত্রেও বেড়েছে ইউনিটের সংখ্যা আগে যা ছিল১৭২৬টি। বর্তমানে তা বেড়ে হয়েছে ৬৪১৮টি। চার বছরে ৭৩.১১ শতাংশ বেড়েছে।
বেড়েছে জলের ভাণ্ডারও। চার বছরে বেড়েছে ৫১.৫১ শতাংশ। চাষ-আবাদের ক্ষেত্রেও রাজ্য গত চার বছরে অনেকটাই এগিয়েছে। কোর প্লান্ট সেক্টর বেড়েছে ৫৪.৪৩ শতাংশ।
পড়ুন বাংলা এখন ক্রাফট হাব, শীতলপাটি আর কাঠের মুখোশ নিয়ে বিদেশে ভ্রমণে শিল্পীরা