Winter Session in Parliament: ওয়াকফ বিল-মণিপুর নিয়ে উত্তাল হতে পারে সংসদ, ৫ ইস্যুতে সরব হবে তৃণমূল
Winter Session in Parliament: তৃণমূল সূত্রের খবর, সংসদের দুই কক্ষে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা-সহ পাঁচটি ইস্যুতে সরব হবে তৃণমূল
রাজীব চক্রবর্তী: নজরে সংসদের শীতকালীন অধিবেশন। বুধবার অধিবেশনের তৃতীয় দিনে উত্তাল হতে পারে সংসদ। ওয়াকফ-সহ মোট ১৬টি বিল পেশের সম্ভাবনা রয়েছে। মণিপুর ইস্যুতে প্রবল বিক্ষোভ করতে পারে বিরোধীরা। ফলে সংসদে আজ ঝড় ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে ৫ জেলা; উত্তাল হতে পারে সমুদ্র, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ
কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিরোধীরা যেসব বিষয় নিয়ে আলোচনা চাই তার মধ্যে রয়েছে আদানি ইস্য়ু, মণিপুরের অশান্তি এবং অবশ্যই ওয়াকফ বিল। এই বিলটি ইতিমধ্য়েই পেশ করেছে সরকার। বর্তমানে এটি যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন রয়েছে। এনিয়ে আজ রিপোর্চ পেশ করবেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। এনিয়ে অবশ্য বিরোধীদের আপত্তি রয়েছে। তাদের বক্তব্য রিপোট ঠিকঠাক হয়নি. তাদের বৈঠকে ডাকা হয়নি। ইতিমধ্যেই কমিটির মেয়াদ বাড়ানোর দাবি করেছে।
অধিবেশনের শুরুতেই সরকার চাইবে না মণিপুর, আদানি কিংবা ওয়াকফ ইস্যুতে হইচই হোক। সেই কারণেই হই হট্টগোল হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বিষয়টি স্পষ্ট হবে অধিবেশন শুরু হওয়ার পরপরই।
এদিকে, আজও সংসদ ভবনে ইন্ডিয়া জোটের সংসদীয় নেতাদের বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল। তৃণমূলের সংসদীয় দলের পৃথক বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, শীতকালীন অধিবেশনের শুরুতেই, গত সোমবার যেভাবে ইন্ডিয়া জোটের বৈঠক এড়িয়েছিল তৃণমূল তাতেই জোটকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আজ সকালে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সংসদীয় নেতাদের বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে লোকসভা এবং রাজ্যসভায় সরকারকে কোণঠাসা করার রণকৌশল তৈরি হবে। কিন্তু এই বৈঠকে অনুপস্থিত থাকবে তৃণমূল।
তৃণমূল সূত্রের খবর, সংসদের দুই কক্ষে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা-সহ পাঁচটি ইস্যুতে সরব হবে তৃণমূল। এ নিয়ে দলীয়ভাবে রণকৌশল তৈরি করতে আজ সংসদ ভবনে বৈঠকে বসবেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন বৈঠকে সাংসদদের সামনে দলীয় অবস্থান স্পষ্ট করবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)