সিপিআইএমের ব্রিগেড সমাবেশ ১৯ ফেব্রুয়ারি

বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ১৯ তারিখ প্রথম ব্রিগেডে সমাবেশ করবে সিপিআইএম। নিঃসন্দেহে ওই সমাবেশ বামেদের কাছে সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও। আর সেই কারণে সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে সিপিআইএম। দলীয় সিদ্ধান্ত ব্রিগেড সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামবেন সূর্যকান্ত মিশ্র, নিরুপম সেন ও গৌতম দেবের মতো প্রথম সারির নেতারা। সমাবেশে উপস্থিত থাকার জন্য বাড়িতে বাড়িতে চিঠি পাঠানো হবে। ব্রিগেড সমাবেশের প্রচারে ফেসবুক, ট্যুইটারের মতো মাধ্যমকেও ব্যবহার করবে সিপিআইএম।

Updated By: Feb 4, 2012, 09:52 PM IST

বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ১৯ তারিখ প্রথম ব্রিগেডে সমাবেশ করবে সিপিআইএম। নিঃসন্দেহে ওই সমাবেশ বামেদের কাছে সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও। আর সেই কারণে সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে সিপিআইএম। দলীয় সিদ্ধান্ত ব্রিগেড সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামবেন সূর্যকান্ত মিশ্র, নিরুপম সেন ও গৌতম দেবের মতো প্রথম সারির নেতারা। সমাবেশে উপস্থিত থাকার জন্য বাড়িতে বাড়িতে চিঠি পাঠানো হবে। ব্রিগেড সমাবেশের প্রচারে ফেসবুক, ট্যুইটারের মতো মাধ্যমকেও ব্যবহার করবে সিপিআইএম।
বিরোধী দলে বসার পর ১৯ ফেব্রুয়ারি প্রথম ব্রিগেডে সমাবেশ করছে সিপিআইএম। উনিশের সমাবেশ নিঃসন্দেহে সিপিআইএমের কাছে সাংগঠনিক চ্যালেঞ্জ। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন, জেলায় জেলায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সমর্থকদের ব্রিগেডমুখী করা অন্যান্য বারের তুলনায় কঠিন। ইতিমধ্যেই  আলিমুদ্দিন স্ট্রিট থেকে সমাবেশের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়ায় নির্দেশ পৌঁছে জেলা কমিটিগুলিতে। সিদ্ধান্ত হয়েছে, শুধু আঞ্চলিক নেতারাই নন, ব্রিগেডের জন্য প্রচার সভাগুলিতে বক্তব্য রাখবেন সূর্যকান্ত মিশ্র, নিরুপম সেন ও গৌতম দেবের মতো নেতারাও।
সমাবেশের জন্য অর্থ সাহায্যও সংগ্রহ করবে সিপিআইএম কর্মীরা। এমনকি সেই কর্মসূচীতে উপস্থিত থাকবেন দলীয় নেতৃত্ব। উনিশে ফেব্রুয়ারি উপস্থিত থাকার আবেদন জানিয়ে ঘরে ঘরে চিঠিও পাঠানো হবে। ব্যবহার করা হবে ফেসবুক, ট্যুইটারের মতো আধুনিক প্রচার মাধ্যমকেও।
 
ইতিমধ্যেই কোন জেলা থেকে কত সংখ্যক মানুষ সমাবেশে আসবেন, তা নির্দিষ্ট করতে বলা হয়েছে জলা কমিটি গুলিকে। ব্রিগেড সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ৭ ও ৮ ফেব্রুয়ারি দুদিনের রাজ্য কমিটির বৈঠক ডেকেছে সিপিআইএম।

.