DA Movement: বার বার পিছিয়ে যাচ্ছে শুনানির দিন, হতাশ যৌথ মঞ্চ কোমর বাঁধছে মহামিছিলের জন্য

সুপ্রিম কোর্টে যেভাবে একের পর এক শুনানির দিন পিছিয়ে যাচ্ছে, তাতে হতাশ মঞ্চ। ভাস্কর ঘোষের ধারনা, বিশেষত অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা ডিএ ধরে পেনশন না পেলে তাদের মাসের শেষে ওষুধের খরচ টানতে ভিক্ষা করার মতো পরিস্থিতি দাঁড়ায়।

Updated By: Apr 24, 2023, 03:02 PM IST
DA Movement: বার বার পিছিয়ে যাচ্ছে শুনানির দিন, হতাশ যৌথ মঞ্চ কোমর বাঁধছে মহামিছিলের জন্য
নিজস্ব চিত্র

অয়ন ঘোষাল: সুপ্রিম কোর্টে একটার পর একটা শুনানির দিন পিছিয়ে যাওয়ায় হতাশ সংগ্রামী যৌথ মঞ্চ। ৬ মে-র মহামিছিলের জন্য কোমর বেঁধে প্রস্তুতি যৌথ মঞ্চের।

মুখ্যমন্ত্রীর বাড়ি অথবা বাড়ি লাগোয়া এলাকার কাছ দিয়েই তৈরি হবে ৬ মে-র মহামিছিলের রুট। প্রথমে ঠিক হয়েছিল, হাজরা মোড়ে জমায়েত করে, দক্ষিণ কলকাতার একাধিক জায়গা ঘুরে মিছিল শেষ হবে হাজরা মোড়েই।

তবে মিছিলে আগত সরকারি কর্মীদের সম্ভাব্য বিপুল সংখ্যায় হাজরা মোড়ে জমায়েতের পরিকল্পনা বাতিল করেছে যৌথ মঞ্চ। তবে রুটের মধ্যে কালীঘাট থাকছেই। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে মঞ্চের তরফে।

সুপ্রিম কোর্টে যেভাবে একের পর এক শুনানির দিন পিছিয়ে যাচ্ছে, তাতে হতাশ মঞ্চ। ভাস্কর ঘোষের ধারনা, বিশেষত অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা ডিএ ধরে পেনশন না পেলে তাদের মাসের শেষে ওষুধের খরচ টানতে ভিক্ষা করার মতো পরিস্থিতি দাঁড়ায়।

সেটা শীর্ষ আদালতে তারা কোনও ভাবে বোঝাতে পারেননি বলেই কম গুরুত্বপূর্ণ মামলা মনে করে বারংবার শুনানি পিছিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নয়া মোড়, বড় পদক্ষেপ করল সিবিআই!

নবান্নের ১৩ তলায় প্রায় ১ ঘণ্টা ধরে চলে বৈঠক। বাইরে বেরিয়ে আন্দোলনকারীরা বলেন, 'বৈঠকের নিটফল জিরো। বৈঠক সম্পূর্ণরূপে ব্যর্থ'। কেন? তাঁদের দাবি, 'কোনও ইতিবাচক সমাধানসূত্র দিতে পারেনি সরকার। মুখ্যমন্ত্রী যা বলেন, সেকথা বসেছেন সরকারি আধিকারিকরা। পশ্চিবঙ্গ সরকারের এমন কোনও আর্থিক সংকট নেই, যার জন্য বকেয়া ডিএ দেওয়া যাচ্ছে না। আমরা পরিষ্কার জানিয়েছি,এ রাজ্য়ের শিক্ষক কর্মচারীরা কারও ভিক্ষার আশা রাখে না। তাঁরা অধিকার আদায় করে নেবে'।

আরও পড়ুন: Kal Baisakhi: ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় কালবৈশাখি, জারি হলুদ সতর্কতা! সঙ্গে জেলাতেও...

এর আগে, গত সোমবার DA আন্দোলনকারীদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার নির্দেশ দেয় হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, 'বারবার ধর্মঘট বা কর্মবিরতি কোনও সুস্থ প্রশাসনের অঙ্গ হতে পারে না'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.