বেলেঘাটায় 'চেনা ডাকাতেরই' আক্রমণ বৃদ্ধাকে, সন্দেহ পুলিসের
উদ্দেশ্য ডাকাতি। ফের সফট টার্গেট একা বৃদ্ধা। বেলেঘাটায় অবসরপ্রাপ্ত রেলকর্মীর বাড়িতে দিনেদুপুরে চলল অবাধ লুঠপাট। নৃশংসভাবে মার পঁচাশি বছরের বৃদ্ধাকে। বালিশ চাপা দিয়ে খুনেরও চেষ্টা। এখনও অধরা দুষ্কৃতীরা।
ওয়েব ডেস্ক : উদ্দেশ্য ডাকাতি। ফের সফট টার্গেট একা বৃদ্ধা। বেলেঘাটায় অবসরপ্রাপ্ত রেলকর্মীর বাড়িতে দিনেদুপুরে চলল অবাধ লুঠপাট। নৃশংসভাবে মার পঁচাশি বছরের বৃদ্ধাকে। বালিশ চাপা দিয়ে খুনেরও চেষ্টা। এখনও অধরা দুষ্কৃতীরা।
বেলেঘাটার বাড়ির দোতলায় থাকেন অবসরপ্রাপ্ত রেলকর্মী তুহিন মিত্র। সঙ্গে পঁচাশি বছরের মা লতিকা মিত্র। দুপুরে একটি কাজে তুহিন মিত্র বেরিয়ে যাওয়ার পরই, হানা দেয় দুষ্কৃতীদল। ঘরে ঢুকে তাণ্ডব শুরু করে তিন দুষ্কৃতী। বৃদ্ধাকে মারধরের পাশাপাশি, মুখে বালিশ চেপে ধরে তারা। ছটফট করতে থাকেন লতিকা মিত্র। ওদিকে তখন আলমারি খুলে লুঠপাট শুরু হয়ে যায়।
আহত লতিকা মিত্র BR সিং হাসপাতালে চিকিত্সাধীন। প্রাথমিকভাবে অনুমান, এঘটনায় জড়িত পরিচিত কেউই। কারণ বাড়িতে ওইসময় বৃদ্ধা যে একাই ছিলেন, তা জেনে হানা দেয় দুষ্কৃতীরা। বাড়ির একতলায় সপরিবারে থাকেন লতিকা মিত্রের ছোট ছেলে, তিনি এখন পরিবার নিয়ে পুরীতে। সপরিবারে ছোট ছেলের বাইরে থাকার খবরও জানত ডাকাত দল। দোতলায় কোন আলমারিতে টাকা থাকে, তাও নির্দিষ্টভাবে জানত দুষ্কৃতীরা। দিনেদুপুরে এমন ঘটনায়, আতঙ্কে প্রতিবেশীরাও।
আরও পড়ুন, দমদম স্টেশনে মহিলা যাত্রীর মৃত্যু ঘিরে দানা বাঁধছে বিতর্ক