Saraswati Puja | Jalpaiguri: স্কুলের অধিকাংশ পড়ুয়াই সংখ্যালঘু, সব ভুলে মেতে উঠল বাগদেবীর আরাধনায়

Saraswati Puja | Jalpaiguri: পুজোর দিন স্কুলের খিচুড়ি রান্না করলেন সংখ্যালঘু মহিলারাই। ছেলেমেয়েরা রঙিন শাড়ি, পাঞ্জাবি পরে চলে আসে বিদ্যালয়ে

Updated By: Feb 2, 2025, 07:42 PM IST
Saraswati Puja | Jalpaiguri: স্কুলের অধিকাংশ পড়ুয়াই সংখ্যালঘু, সব ভুলে মেতে উঠল বাগদেবীর আরাধনায়

প্রদ্যুত্ দাস: স্কুলে সবমিলিয়ে ১০৫ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ৮৮ জন সংখ্যালঘু পড়ুয়া। জাতি ধর্ম ভুলে তারাই মেতে উঠল বাগদেবীর আরাধনায়। সরস্বতী পুজোয় সম্প্রীতির অনন্য নজির গড়ল জলপাইগুড়ির গোমস্তাপাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন-'মারা যায়নি, খুন করা হয়েছে', বানতলায় ম্যানহোলকাণ্ডে তদন্তের দাবি সুকান্তের!

স্কুলে সবেমিলিয়ে ৫ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের মধ্যে প্রধান শিক্ষক-সহ দুজন সংখ্যালঘু। পড়ুয়াদের নিয়ে তারাও মেতে উঠলেন পুজোর আনন্দে। আলপনা দেওয়া থেকে প্রতিমা আনা, পুজোর আয়োজন সবেতেই হাত মেলাল সংখ্যালঘু পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা। পুজোর দিন নিজেকে বাড়িতে আটকে রাখতে পারলেন না ওই স্কুলের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ রফি। স্কুলে এসে তিনিও সামিল হলেন পুজোর আনন্দে। এমনকী সরস্বতী পুজোর দিন স্কুলের খিচুড়ি রান্না করলেন সংখ্যালঘু মহিলারাই। সম্প্রীতির এই মেলবন্ধনের দেখে উচ্ছ্বসিত পুরোহিত প্রবীর মজুমদার। বললেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রীতির এই বার্তা দিকে দিকে ছড়িয়ে যাওয়া প্রয়োজন।

সরস্বতী পুজোয় হিন্দু ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রচুর মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের শিশুরা‌ পুজোয় অংশগ্রহণ করে। জাতি ধর্ম নির্বিশেষে সরস্বতী পুজোয় মেতে ওঠে সকলে। ছোট ছোট ছেলেমেয়েরা রঙিন শাড়ি, পাঞ্জাবি পরে চলে আসে বিদ্যালয়ে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পুষ্পাঞ্জলীর মধ্য দিয়ে বাগদেবীর আরাধনায় ব্রতী হন শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.