Virat Kohli Ranji Trophy Return: কোহলিকে জোর করে রঞ্জি খেলানো হল! দেশের তারকা ক্রিকেটারের চাঞ্চল্যকর পোস্ট

Virat Kohli Ranji Trophy Return: বিরাট কোহলিকে কি জোর করেই রঞ্জি খেলানো হল! বড় প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার...

Updated By: Feb 1, 2025, 05:27 PM IST
Virat Kohli Ranji Trophy Return: কোহলিকে জোর করে রঞ্জি খেলানো হল! দেশের তারকা ক্রিকেটারের চাঞ্চল্যকর পোস্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে 'ঠেলার নাম বাবাজি'! আর ঠিক সেই কথাই এবার প্রযোজ্য হয়েছে ভারতীয় দলের মহানক্ষত্রদেরও জন্য। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে না থাকলে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। আর ঝাড়াই-বাছাই করার কোনও সুযোগ হাতে নেই। বিরাট কোহলির (Virat Kohli) মতো রোহিত শর্মাও (Rohit Sharma) ফ্লপ হয়েছিলেন বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT 2024-25)। 

দুই মহারথীকেই অনেকে অবসরের পাঠানোর রায় দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই (BCCI) কার্যত লাইফ-লাইন দিলেন রো-কো জুটিকে! রঞ্জি ট্রফিতে খেলেই প্রমাণ করতে হবে নিজেদের। ১২ বছর পর দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন বিরাট, ওদিকে রোহিত ১০ বছর পর মুম্বইয়ের হয়ে খেললেন প্রথম শ্রেণির ক্রিকেট। বিগত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিক ভাবে হতশ্রী ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ায় আসার আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও বিরাট রানের দেখা পাননি। কিউয়িদের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট যথাক্রমে ০, ৭০, ১, ১৭, ৪ ও ১ রান করেছিলেন। জুড়লে ১০০ রানও হয় না, গড় ১৬! এবার যদি বিজিটি-তে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে শেষ ৭ ইনিংসে তাঁর রান- ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬ ও ৫! 

আরও পড়ুন: ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক, গতবারের চ্যাম্পিয়নরা বেছে নিয়েছে ১৫ জনকে, মহারণের আগে চিনুন

বিরাটকে রঞ্জি খেলানোর কোনও মানে হয় না বলেই মনে করেন প্রাক্তন ভারতীয় তারকা আম্বাতি রায়ডু।'এই মুহূর্তে বিরাট কোহলির রঞ্জি ট্রফির দরকার নেই। তার টেকনিক ৮১টি সেঞ্চুরির জন্য ভালোই ছিল এবং ভবিষ্যতেও তা ভালোই হবে। কারোর তাকে জোর করে কিছু করতে বাধ্য করানো ঠিক নয়। সবকিছু নিয়ে আবার তাকে ভালো বোধ করার জন্য সময় দেওয়া প্রয়োজন। ভিতরের স্ফুলিঙ্গ জ্বলে উঠবে। মূলত ওর প্রতি সম্মান এবং বিশ্বাস রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওকে একা ছেড়ে দেওয়া।'

রঞ্জিতে কোহলির উপস্থিতি নিঃসন্দেহে ঘরোয়া ক্রিকেটে পুনরুজ্জীবিত করেছে। যদিও কোহলির কামব্যাক একেবারেই স্মরণীয় হয়নি। ১৫ বল খেলার পর মাত্র ৬ রানে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। দর্শক মনে করেছিলেন যে, কোহলিকে দ্বিতীয় ইনিংসে তাঁরা ব্যাটিং করতে দেখতে পাবেন। তবে সেই সাধ আর পূরণ হয়নি। দিল্লির বিরুদ্ধে রেলওয়েজ প্রথমে ব্যাট করে ২৪১ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে দিল্লি ৩৭৪ রান করেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে রেলওয়েজ একেবারেই দাঁড়াতে পারেনি। ১১৪ রানে গুটিয়ে যায়। দিল্লি ইনিংস ও ১৯ রানে আউট হয়ে যায়।

আরও পড়ুন: রঞ্জিতে ১৫ হাজার দর্শক! ভোর ৬টা থেকে লাইন, বিরাট মহিমায় হতে পারত এক মহাবিপর্যয়...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.