Maha Kumbh Mela Prayagraj: মা'কে ঘরে ফিরিয়ে মহাকুম্ভ-স্নানের পুণ্য অর্জন গার্গীদেবীর! জানুন, এক আশ্চর্য কাহিনি...
Maha Kumbh Mela Prayagraj: বৃদ্ধা জানান, তাঁর মেয়ের বাড়ি উল্টোডাঙায়। বৃদ্ধাকে নিয়ে কলকাতার বিধানগর এলাকার উল্টোডাঙায় তাঁর মেয়ের বাড়িতে পৌঁছে দেন ওই মহিলা। হারিয়ে যাওয়া মা প্রয়াগরাজ থেকে বাড়ি ফেরায় হাঁফ ছেড়ে বাঁচেন ছেলেও।
প্রসেনজিৎ সর্দার: মহাকুম্ভে পুণ্যস্নানের পরে হারিয়ে যান মা। হারিয়ে-যাওয়া সেই মা'কে অবশেষে খুঁজে পেলেন ছেলে। যাদবপুরে অচেনা এক মহিলার সহযোগিতায় ঘটে এই আশ্চর্য কাণ্ড।
কী ঘটেছিল?
গত ২৯ জানুয়ারি প্রয়াগরাজ মহাকুম্ভের তীর্থক্ষেত্রে থেকে কোটি কোটি পুণ্যার্থীর ভিড়ে হারিয়ে গিয়েছিলেন বছর ষাটের বৃদ্ধা গীতা মণ্ডল। তিনি তাঁর ছেলে গৌরাঙ্গ মণ্ডলের সঙ্গে সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া দয়াপুরের রেণুকানগর মৃধাপাড়া থেকে মহাকুম্ভে গিয়েছিলেন পুণ্যস্নানের জন্য। হারিয়ে যাওয়া মাকে খুঁজে না পেয়ে খুব স্বাভাবিক ভাবেই বিমর্ষ হয়ে পড়েছিলেন গৌরাঙ্গ। শেষ পর্যন্ত যোগী রাজ্যের পুলিস প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন প্রয়াগরাজ কমিশনারেটের অধীনস্থ কোতয়ালি ঝুঁন্সি থানায়। কোনও ফল হয়নি।
ফল হল পরে, অন্য ভাবে, অন্য পথে। সম্পূর্ণ আশ্চর্য ভঙ্গিতে। গৌরাঙ্গ তাঁর মাকে খুঁজে পেলেন গার্গী ওঝা নামে এক বাঙালি মহিলার সৌজন্যে। যাদবপুরের বাসিন্দা ওই মহিলার সঙ্গে প্রয়াগরাজের ঝুঁন্সি স্টেশনে সাক্ষাৎ হয় হারিয়ে যাওয়া বৃদ্ধা গীতা দেবীর। তিনি স্টেশনে বসে অনর্গল কাঁদছিলেন বলে জানা যায়। সমস্ত ঘটনা শুনে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন গার্গীদেবী। বৃদ্ধাকে আগলে রেখে যোগাযোগ করার চেষ্টা করেন গীতা দেবীর ছেলের সঙ্গে। কোনও প্রকার যোগাযোগ করতে না পেরে তাঁকে সঙ্গে নিয়েই তিনি হাওড়াগামী ট্রেনে উঠে পড়েন।
পরে ট্রেনের মধ্যে বৃদ্ধা গীতা দেবী জানান, তাঁর মেয়ের বাড়ি বিধাননগর উল্টোডাঙা এলাকায়। এরপর বৃদ্ধাকে সঙ্গে নিয়ে কলকাতার বিধানগর এলাকার উল্টোডাঙায় তাঁর মেয়ের বাড়িতে পৌঁছে দেন তিনি। অন্য দিকে, হারিয়ে যাওয়া মা প্রয়াগরাজ থেকে বাড়ি ফেরায় হাঁফ ছেড়ে বাঁচেন ছেলে গৌরাঙ্গও।
প্রয়াগরাজ থেকে গৌরাঙ্গ জানিয়েছেন, 'মাকে খুঁজে না পেয়ে ভেঙে পড়েছিলাম। পরে যাদবপুরের গার্গীদেবী আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। আমার মাকে তিনি কলকাতার বিধানগর উল্টোডাঙা এলাকায় দিদির বাড়িতে সুস্থ অবস্থায় পৌঁছে দেন। গার্গীদেবীকে অসংখ্য ধন্যবাদ। প্রয়াগ থেকে কলকাতায় ফিরে মায়ের সঙ্গে দেখা করব।'
আর স্বয়ং গার্গীদেবী কী বলছেন, যিনি এই আশ্চর্য কাজটি করে একটি সংসারকে বাঁচিয়ে দিলেন? এক হারিয়ে-যাওয়া পুত্রবিচ্ছিন্ন মাকে ফিরিয়ে দিলেন তাঁর সন্তানের কাছে?
গার্গী দেবী জানিয়েছেন, 'প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়েছিলাম পুণ্যস্নান করতে। সেখান থেকে ফেরার সময়ে দেখতে পাই, ঝুঁন্সি স্টেশনে বসে এক বৃদ্ধা অনর্গল কাঁদছেন। কী হয়েছে? খোঁজ নিই। জানতে পারি, তিনি হারিয়ে গিয়েছেন। মেলায় স্নানের পরে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁর ছেলের থেকে। তিনি জানতে পারেন, বৃদ্ধার বাড়ি সুন্দরবন এলাকায়। তাঁকে উদ্ধার করি। নিজের দায়িত্বে সুস্থ অবস্থায় বৃদ্ধাকে তাঁর বাড়িতে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। পাশাপাশি মনে হয়, মহাকুম্ভে স্নান করার পুণ্য হয়েছে আমার।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)