Saraswati Puja | Uttar Dinajpur: দুই 'লক্ষ্মী'র হাতেই প্রাণ পান দেবী সরস্বতী! তাঁরা কাজে হাত দিলেই এলাকায় নামে বসন্ত পঞ্চমীর আমেজ...

Saraswati Puja | Uttar Dinajpur: দুই লক্ষ্মী মেয়ের হাতে তৈরি প্রতিমায় সংসারে হাল ফিরেছে ইটাহারের পলাশ বর্মনের। তাঁদের তৈরি সরস্বতী প্রতিমার চাহিদা এখন তুঙ্গে। হাসিমুখে বাবার সঙ্গী দুই মেয়ে কুয়াশার শীতে প্রতিমা গড়ার কাজ শুরুতেই বসন্ত পঞ্চমীর আমেজ আসে এই গ্রামে।

Updated By: Feb 1, 2025, 06:53 PM IST
Saraswati Puja | Uttar Dinajpur: দুই 'লক্ষ্মী'র হাতেই প্রাণ পান দেবী সরস্বতী! তাঁরা কাজে হাত দিলেই এলাকায় নামে বসন্ত পঞ্চমীর আমেজ...

ভবানন্দ সিংহ: উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রামে হাটখোলা এলাকার বাসিন্দা পলাশ বর্মন। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বরাবরই আর্থিক অনটন তাঁর সংসারে। তবে ছোট থেকেই বাবার হাতের কাজ শিখেছেন পলাশের দুই মেয়ে শিলা ও শিল্পা বর্মন। লেখাপড়ার প্রতিও যথেষ্ট আগ্রহ তাঁদের। আর তারই সঙ্গে সরস্বতী প্রতিমা তৈরিতেই যেন বেশি ঝোঁক তাঁদের।

আরও পড়ুন: Budget 2025: মধ্যবিত্তের পকেটে এবার বিরাট সাশ্রয়? আর দামি নয় মোবাইল? দেখুন, জরুরি আর কোন কোন জিনিসের দাম কমছে...

উচ্চ মাধ্যমিক পাশ বড় বোন শিলা বর্মনের বিয়ে হয়েছে পাশের গ্রামেই। কিন্তু নেশার টানে প্রতিবারই সরস্বতীর চক্ষুদান করতে তিনি ছুটে আসেন বাপের বাড়িতে। এবারেও তার অন্যথা হয়নি। এদিকে ছোট বোন শিল্পা স্নাতকোত্তীর্ণ হয়েও এখনও বাবার সঙ্গে সরস্বতীপ্রতিমা তৈরির সঙ্গী।

সরস্বতী পুজোর আগের দিন শনিবার দুর্গাপুরে পলাশবাবুর বাড়িতে দেখা গেল চরম ব্যস্ততা। বড় মেয়ে প্রতিমার চক্ষুদানে ব্যস্ত, আর ছোট মেয়ে প্রতিমার অন্যান্য সাজসজ্জার শেষ মুহুর্তের খুঁটিনাটি সামলে যাচ্ছেন। দুই মেয়েই তাঁর লক্ষ্মী, আর ওঁদের হাতের প্রতিমার চাহিদাও যথেষ্ট, ওঁদের প্রচেষ্টায় অভাবের সংসারে হাল ফিরেছে-- এমনই দাবি বাবা পলাশ বর্মনের।
 
আর দুই মেয়ে কী বলছেন? তাঁরা জানান, ছোট থেকে বাবার কাছেই কাজ শেখা তাঁদের। এরপর পেশাকে নেশা করেই ক্রমশ এগিয়ে যাওয়া। পুরোটাই আন্তরিকতার সঙ্গে শেখা, সঙ্গে সরস্বতীর প্রতি শ্রদ্ধাও কাজ করে। মেয়েরাও বলেন, তাঁরা তাঁদের বাবার যথেষ্ট আদরের।

আরও পড়ুন: Budget 2025: মধ্যবিত্তের কপালে ভাঁজ? জেনে নিন, কোন কোন জিনিসের দাম এবার চলে যেতে পারে ধরাছোঁয়ার বাইরে...
 
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের একমাত্র প্রতিমার কারিগর এঁরাই। ছোট থেকেই দুই লক্ষ্মী মেয়ের হাত যখন সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়, ঠিক তখনই যেন বসন্ত পঞ্চমীর আমেজ আসে তাঁদের গ্রামে। তাই পলাশের দুই মেয়ে তাঁর ঘরের লক্ষ্মীই শুধু নন, গ্রামের মানুষেরও নয়নের মণি, তা এলাকাবাসীদের কথাতেই স্পষ্ট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.