Naihati TMC Worker Murder: তৃণমূলকর্মী খুনে গ্রেফতার এক! 'অর্জুন ভাইরাসে' কি সংক্রমিত নৈহাটিও?
Naihati: অপরাধ যেন পিছু ছাড়তে নারাজ। একের পর ঘটনা। উঠছে প্রশাসনের তৎপরতা নিয়ে। এই আবহেই ফের খুন। এবার গ্রেফতার এক।
বরুণ সেনগুপ্ত: প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝে গলির মধ্যে নির্মম খুন করল দুষ্কৃতিরা। রাস্তার উপর পরে রয়েছেন তৃণমূল কর্মী সন্তোষ যাদব (৩৫) তাঁর উপর ভারি পাথর দিয়ে একের পর এক আঘাত। এমনই চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে মোট তিনজন যাদের মধ্যে দুজন ভারি পাথর দিয়ে থেঁতলে দিচ্ছে মাথা আর একজন কোমরের বন্ধুক দেখিয়ে ভয় দেখাচ্ছে বাকিদের। এক ঝলকে দেখলে মনে হবে সিনেমার শুটিং চলছে। চাঞ্চল্যকর হাড়হিম করা ঘটনা উত্তর ২৪ পরগনার নৈহাটিতে ঘটেছিল। সেই ঘটনার পর গড়িয়েছে আরও দু'দিন পুলিসের প্রথম গ্রেফতারি অক্ষয় গন। এই ঘটনার মাঝে শনিবার ব্যারাকপুর পুলিস কমিশনারের বদল হয়েছে। এ যেন ঠিক উলটপুরাণ! এর আগে ২০২২ সালে অজয় কুমার ঠাকুরকে সরিয়ে ব্যারাকপুরের পুলিস কমিশনার পদে আনা হয়েছিল অলোক রাজোরিয়াকে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এবার অলোক রাজোরিয়াকে সরিয়ে তাঁর জায়গায় আনা হচ্ছে অজয় কুমার ঠাকুরকে।
আরও পড়ুন: ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া কলকাতা মহানগরী! বিমানবন্দরে দৃশ্যমানতা ১০০ মিটার...
ব্যক্তিগত আক্রোশে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিসের। যদিও স্থানীয় বিধায়ক সনৎ দে দাবি করেছেন বেশকিছু রাউন্ড গুলি চালানো হয়েছে। বারবার পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ থেকে শাসক দলের কর্মীরা। এই ঘটনার পরই যেহেতু ব্যারাকপুরের নগরপালকে বদলি করা হয়েছে সেই ঘটনা নিয়েও দেখা গিয়েছে নানা সংশয়। যদিও প্রশাসনের দাবি, রুটিং বদলি এটি। কিন্তু ব্যারাকপুরের বর্তমান যে আইনশৃঙ্খলার অবস্থা রয়েছে। সেখানে দাঁড়িয়েই এই চরম সিদ্ধান্ত বলে মনে করছেন একাংশ।
প্রকাশ্যে খুন, বোমাবাজি এছাড়াও আরও অন্যান্য অপরাধ ঘন ঘন ঘটছে। রাজনৈতিক কথাবার্তা যাই বলুক কিন্তু নৈহাটিতে যে পিটিয়ে মারার সংখ্যাটা দিন দিন বাড়ছে এটা নিয়ে কিন্তু প্রশাসনের মাথায় ভাঁজ পড়েছে। পরিসংখ্যান বলছে-
৩০/০৯/২৪ সুপ্রভাত দাস। নৈহাটি বিজয়নগর অঞ্চলে বাড়ি সাহেব কলোনি মোড়ে তাকে পিটিয়ে মারা হয়েছিল।
০৮/১০/২৪ অজয় প্রসাদ নৈহাটি কলেজের পাশে বাড়ি বাজি ফাটানোকে কেন্দ্র করে তাকে পিটিয়ে মারা হয়।
১২/১১/২৪ নৈহাটি বিধানসভা অঞ্চলের চাদুয়া সেখানে পিটিয়ে খুন করা হয় সুরাজ চৌধুরীকে।
২৪/১০/২৪ ইছাপুরে রাইফেল ফ্যাক্টরির ভেতরে পিটিয়ে মারা হয় কুনাল চ্যাটার্জিকে।
৩১/০১/২৫ পিটিয়ে ভারী বস্তু দিয়ে মাথা থেলে খুন করা হলো সন্তোষ যাদব কে।
আরও পড়ুন: ২০২২-এর উলটপুরাণ! সরছেন অলোক, ব্যারাকপুরের নতুন সিপি অজয়
এতো গেল পিটিয়ে খুনের ঘটনা এছাড়াও ব্যারাকপুরে খুন হয়েছে খুন করার চেষ্টা করা হয়েছে এমন ঘটনাও কম নয়।
২৮\৮\২৪ প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা। যদিও সেই তদন্ত ভার নিয়েছে এন আই এ।
১৩/১১/২৪ ভাটপাড়ায় গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা অশোক সাউকে।
২৪/১২/২৪ নৈহাটির একটি বাড়ি চলে গুলি চালান বার মালিক গুলি লাগে একবার কর্মচারীর। যদিও তার মৃত্যু হয়নি।
১০/০১/২৫ কর্মরত পুলিশ দেবদুলাল মিস্ত্রী কে মারধর করে দুষ্কৃতীরা মোহনপুর অঞ্চলে।
১১/০১/২৫ পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে চুরির আঘাতে আহত হন কাউগাছির এক যুবক।
১১/০১/২৫ নৈহাটিতে নিজের স্ত্রীকে সন্দেহের বশে তিন রাউন্ড গুলি করেন স্বামী মহেন্দ্র প্রতাপ ঘোষ। যদিও স্ত্রী বেঁচে যান।
২২/০১/২৫ ব্যারাকপুরে পরিত্যক্ত সিএসসি অফিসের ভেতর দিনের বেলা গুলি করা হয় মোহাম্মদ ইজাদ হকে তিনি এখনো হসপিটালে ভর্তি।
২২/০১/২৫ টিটাগর ভাগাড় থেকে ১০ বছরের বালকের দেহ উদ্ধার দুদিন ধরে নিখোঁজ থাকার পর সেখান থেকেই উদ্ধার হয় তার দেহ তাকে মেরে ওইখানে ফেলে রেখে যাওয়া হয়েছিল।
২৪/০১/২৫ জেঠিয়া থানার অন্তর্গত ৭০ বছরের বৃদ্ধাকে গলা কেটে খুন নাম ফুলজান বিবি।
২৭/০১/২৫ পিকনিকে বন্দুক হাতে গুলি চালানোর ঘটনা।
৩১/০১/২৫ জগদ্দল স্টেশনের কাছে নর্দমা থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ।
নৈহাটির বিধায়ক সনৎ দে'র অভিযোগ, 'অর্জুন সিং ভাইরাস। যেহেতু অর্জুন সিং নৈহাটির আশেপাশেই থাকেন তাই সেই ভাইরাস মাঝেমধ্যে নৈহাটিতে ছড়িয়ে পড়ে তবে ভাইরাস মারার প্রতিশোধ তৃণমূল তৈরি করে ফেলেছে। নৈহাটির মানুষ তৈরি করে ফেলছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)