সিঙ্গুরের `অনিচ্ছুক`দের ভাতা বাড়াল রাজ্য
সিঙ্গুরের `অনিচ্ছুক` জমিহারা কৃষক ও ক্ষেতমজুরদের জন্য ১,০০০ টাকার মাসিক ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ মহাকরণে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওই কৃষক পরিবারগুলিকে দু`টাকা কেজি দরে চাল দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।
সিঙ্গুরের `অনিচ্ছুক` জমিহারা কৃষক ও ক্ষেতমজুরদের জন্য ১,০০০ টাকার মাসিক ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ মহাকরণে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওই কৃষক পরিবারগুলিকে দু`টাকা কেজি দরে চাল দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।
শাসক দলের আন্দোলনের ডাক ঘিরে কিন্তু কার্যত দ্বিধাবিভক্ত সিঙ্গুর। অনিচ্ছুক কৃষকদের একাংশ চায় আলোচনায় বসে বিরোধ মিটিয়ে ফেলুক দু`পক্ষ। পরিত্যক্ত জমিতে শিল্প হোক। অন্য অংশ আবার আন্দোলনের মাধ্যমেই ফিরে পেতে চায় জমি। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের মাসিক ভাতা এবং চাল দেওয়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকেও ভালো চোখে দেখছেন না অনেকেই। তাঁদের মতে, এসবই আসন্ন পঞ্চায়েত ভোটে ফায়দা তোলার কৌশল।
একসময় বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিটিং-মিছিল করেছেন, অবরোধে সামিল হয়েছেন। জমি ফিরে পাওয়ার আশা ছবছর ধরে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। নেননি ক্ষতিপূরণের টাকাও। আজ তাঁদের অনেকেরই মোহভঙ্গ হয়েছে। গত ২২ জুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া `সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন আইন অবৈধ ও অসাংবিধানিক` বলে রায় দেওয়ার পর সিঙ্গুরে নতুন করে আন্দোলন শুরুর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এলাকায় মিছিলও করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী শনিবার আন্দোলনে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু নতুন করে আর আন্দোলনে নামতে চান না লড়াইয়ে বীতশ্রদ্ধ অনিচ্ছুক কৃষকদের একাংশ। আইন, নাকি অন্য কোনও পথ, কোন পথে মিলবে সমাধান, সিঙ্গুর এখন তারই অপেক্ষায়।