শহরে খুন একাকী বৃদ্ধা! বাঙ্গুর অ্যাভিনিউতে উদ্ধার গলায় গামছা জড়ানো পচাগলা দেহ
পুলিস এসে দরজা খুলে অবাক হয়ে যায়। দেখা যায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতের গলায় গামছা জড়ানো। দেহে পচনও ধরে গিয়েছে
![শহরে খুন একাকী বৃদ্ধা! বাঙ্গুর অ্যাভিনিউতে উদ্ধার গলায় গামছা জড়ানো পচাগলা দেহ শহরে খুন একাকী বৃদ্ধা! বাঙ্গুর অ্যাভিনিউতে উদ্ধার গলায় গামছা জড়ানো পচাগলা দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/21/334287-2.gif)
নিজস্ব প্রতিবেদন: দুদিন ধরে আত্মীয়রা কোনও খবর পাচ্ছিলেন না বৃদ্ধার। বুধবার খবর নিতে এসে দেখলেন ভয়ঙ্কর কাণ্ড। দেহ পচে গিয়েছে। মৃত্যু হয়েছে হয়তো কয়েক দিন আগেই। বাঙ্গুর অ্যাভিনিউয়ের বি ব্লকের ঘটনা।
আরও পড়ুন-বাতিল হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক! কোভিড বৃদ্ধিতে উদ্বেগ
বাড়িটির নীচের তলায় একাই থাকতেন দীপা মুখোপাধ্যায় নামে ওই বৃদ্ধা। বয়স আনুমানিক ৬৫। ছেলে মেয়েরা অন্য জায়গায় থাকায় একাই থাকতেন দীপাদেবী।
প্রায় ২ দিন ওই বৃদ্ধার কোনও খবর পাচ্ছিলেন না আত্মীয়রা। যোগাযোগ করেও কোনও সাড়া মিলছিল না। আজ সকালে আত্মীয়রা আসেন তাঁর খোঁজখবর করতে। তারা এসে দেখেন ঘরের দরজা খোলা। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় লেকটাউন থানায়।
আরও পড়ুন- 'আসুন আমরা জোট বাঁধি, এগিয়ে যাই', চব্বিশের লক্ষ্যে বিরোধী জোটকে বার্তা Mamata-র
পুলিস এসে দরজা খুলে অবাক হয়ে যায়। দেখা যায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতের গলায় গামছা জড়ানো।
দেহে পচনও ধরে গিয়েছে। ঘরে আলমারি ভাঙা, ঘর লন্ডভন্ড। পুলিসের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করে লুঠপাট করা হয়েছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)