রবিবার মেট্রোর সংখ্যা বাড়ানো সহ ১৮ দফা দাবিতে বিক্ষোভে যাত্রীরা
রবিবারও সপ্তাহের অন্যান্য দিনের মতই পরিষেবা দিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। এই দাবিতে আজ মেট্রো ভবনের সামনে বিক্ষোভ দেখান মেট্রো যাত্রীরা। তবে এই দাবি মানা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
ওয়েব ডেস্ক: রবিবারও সপ্তাহের অন্যান্য দিনের মতই পরিষেবা দিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। এই দাবিতে আজ মেট্রো ভবনের সামনে বিক্ষোভ দেখান মেট্রো যাত্রীরা। তবে এই দাবি মানা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো যাত্রীদের অভিযোগ, রবিবার ট্রেনের সংখ্যা কম থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় তাঁদের। তাঁদের দাবি, সপ্তাহের অন্যান্য দিনের মত একই পরিষেবা দিতে হবে রবিবারও। এই দাবিতেই মেট্রো ভবনের বাইরে মানবাধিকার সংগঠনের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান মেট্রো যাত্রীরা।
মোট ১৮ দফা দাবিতে আজ সিওএম-র কাছে ডেপুটেশন জমা দেন তাঁরা।
ডেপুটেশনে দাবি জানানো হয়-
রবিবার মেট্রোর সংখ্যা বাড়াতে হবে।
মেট্রো বিভ্রাটের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
কমাতে হবে মেট্রোর ভাড়া।
সুনিশ্চিত করতে হবে যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা।
বাড়াতে হবে টিকিট কাউন্টারের সংখ্যা।
মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন, এই মুহুর্তে রবিবার রেকের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। রবিবার ট্রেনের সংখ্যা বাড়ানো হলে রক্ষণাবেক্ষণের কাজ ব্যাহত হবে বলে জানিয়েছেন মেট্রোর সিপিআরও।