Dilip Ghosh: প্রাতঃভ্রমণে আক্রমণ মমতা কে, ভারতের হারে দুঃখিত দিলীপ

দিলীপ ঘোষ বলেন যে মমতা বন্দোপাধ্যায়র কাছে কোন তথ্য থাকে না এবং তিনি কোন তথ্যের পরোয়া করেন না।

Updated By: Oct 25, 2021, 12:34 PM IST
Dilip Ghosh: প্রাতঃভ্রমণে আক্রমণ মমতা কে, ভারতের হারে দুঃখিত দিলীপ

নিজস্ব প্রতিবেদন: সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাতঃভ্রমনের শেষে তিনি  রাজ্য রাজনীতি এবং দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূলের নির্বাচন প্রস্তুতিকে নিশানা করেন। 

একশো কোটি ভ্যাকসিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন যে নরেন্দ্র মোদি (Narendra Modi) জুমলা করছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে মমতা বন্দোপাধ্যায়র কাছে কোন তথ্য থাকে না এবং তিনি কোন তথ্যের পরোয়া করেন না। অনেকে ডবল ডোজ নিয়েছেন এবং অনেকে সিঙ্গল ডোজ। এটার জন্য বেশি বুদ্ধি খরচ করতে হয়না বলেও জানিয়েছেন তিনি। কো-উইন থেকেই সব তথ্য পাওয়া যায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে তিনি বলেন যে এই সরকারের কোন তথ্য সরকারি ওয়েবসাইট পাওয়া যায় না। 

আরও পড়ুন: Kolkata Metro: কলকাতায় একটা ইতিহাসের অবসান, জন্মদিনে বিদায় মেট্রোর নন-এসি রেকের

গোয়ার নির্বাচন কে পাখির চোখ করেছে তৃনমুল এবং সেই লক্ষ্যে বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) দায়িত্ব দেওয়া হয়েছে। বাবুল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে আগে তো গোয়ায় তৃণমূল শুরু হোক, তার পরে দেখা যাবে কি হবে। বাবুলকে কটাক্ষ্য করে তিনি বলেন যে ভালো লোককে দায়িত্ব দিয়েছে তৃণমূল, টালিগঞ্জের মত অবস্থা না হয় গোয়ায়।

এছাড়াও পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষ বলেন যে রাজ্য বিজেপি শাসিত নয় তারা  GST নিয়ে কথা বলুন। যারা বেশি পয়সা নিচ্ছে তারাই বেশি চেঁচাচ্ছে।  GST-র আওতায় রাজ্যগুলি আসলেই জ্বালানির দাম কম হবে।

শেষে টি20 বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের লজ্জাজনক হার নিয়ে দিলীপ ঘোষ বলেন যে ভারতবর্ষের মানুষ গতকাল কষ্ট পেয়েছেন। ক্রিকেটে অনেক কিছু হতে পারে তবে এই ধরনের হার মেনে নিতে পারে নি।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.