Dilip Ghosh: 'মমতা ভস্মাসুর! নবান্ন থেকে ঢাক আর ঢাকি, দুটোই বিসর্জন দিতে হবে'...
শ্যামবাজারের পর যেদিন ধর্মতলায় ধরনার শুরু হল বিজেপির, সেদিন আরজি কর কাণ্ডে সুর চড়ালেন দিলীপ। বললেন, 'বড় সফল লড়াইয়ের পেছনে সংগঠন থাকে। সংগঠন ছাড়া সাফল্য আসে না। সাধারণ মানুষ, স্কুলের বাচ্চারাও আন্দোলনে নেমেছেন। মানুষের স্রোত বেড়েছে। এবার আমরা দায়িত্ব নিয়েছি। মমতা পিছু হটছেন'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ভস্মাসুর'! আরজি কর কাণ্ডে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বললেন, 'ঢাক আর ঢাকি বিসর্জন না দিলে ওই নবান্ন থেকে নামবেন না। তিনি ভস্মাসুর। ওঁর থেকে সাবধান। মানুষকে কতবার বোকা বানাবেন'?
আরও পড়ুন: Mamata Banerjee: হুঁশিয়ারির অভিযোগ! জুনিয়র ডাক্তাদের প্রতি বার্তার ব্যাখ্যা মমতার...
আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। সাধারণ মানুষ থেকে তারকা। ন্যায় বিচারের দাবি যখন পথে নেমেছেন সকলেই, তখন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। শ্যামবাজারের পর যেদিন ধর্মতলায় ধরনার শুরু হল গেরুয়াশিবিরের, সেদিন আরজি কর কাণ্ডে সুর চড়ালেন দিলীপ। বললেন, 'বড় সফল লড়াইয়ের পেছনে সংগঠন থাকে। সংগঠন ছাড়া সাফল্য আসে না। সাধারণ মানুষ, স্কুলের বাচ্চারাও আন্দোলনে নেমেছেন। মানুষের স্রোত বেড়েছে। এবার আমরা দায়িত্ব নিয়েছি। মমতা পিছু হটছেন'।