স্টেশনে ঢোকার মুখে থমকে গেল মেট্রো, লাইনেই নামলেন যাত্রীরা, চলল বিক্ষোভ-উত্তেজনা
ফের বিভ্রাট মেট্রোয়। আজ সন্ধেয় দমদম স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে যায় একটি এসি রেক। থার্ড লাইনে পাওয়ার অফ হয়ে যাওয়াতেই দাঁড়িয়ে যায় রেকটি। আপাতকালীন ব্যবস্থায় চালকের দরজা দিয়ে যাত্রীদের বের করে আনা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এসি রেকের জানলায় ভাঙচুর করেন তাঁরা। বেশকিছুক্ষণ বিক্ষোভ চলে স্টেশন চত্বরে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ৪০ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয় মেট্রো চলাচল।
ফের বিভ্রাট মেট্রোয়। আজ সন্ধেয় দমদম স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে যায় একটি এসি রেক। থার্ড লাইনে পাওয়ার অফ হয়ে যাওয়াতেই দাঁড়িয়ে যায় রেকটি। আপাতকালীন ব্যবস্থায় চালকের দরজা দিয়ে যাত্রীদের বের করে আনা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এসি রেকের জানলায় ভাঙচুর করেন তাঁরা। বেশকিছুক্ষণ বিক্ষোভ চলে স্টেশন চত্বরে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ৪০ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয় মেট্রো চলাচল।
পুজো শেষে মেট্রোয় ফের একবার বিভ্রাটের জেরে বিপদে পড়েন যাত্রীরা। যাত্রী বিক্ষোভের মুখে পড়ে বিশাল পুলিস বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। তবে বড় বিশৃঙ্খলা থেকে রক্ষা পেলেও, যাত্রীদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ।