লোকসভা ভোটেও কমিশনের সঙ্গে সংঘাতের পথে রাজ্য?
পঞ্চায়েত নির্বাচনের পর কি লোকসভা ভোটকে ঘিরেও কমিশনের সঙ্গে সংঘাতের পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার? সোমবার গড়বেতার জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। ভোট শুরুর মুখেই যদি কমিশনের বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হন মুখ্যমন্ত্রী, তাহলে আগামিদিনে এই উত্তাপ কোথায় পৌছবে তা নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সঙ্গে নির্বাচন কমিশনের লড়াই শেষ পর্যন্ত পৌছেছিল সুপ্রিম কোর্টে । নিয়ম করে প্রায় প্রতিদিন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা তোপ দাগেন কমিশনার মীরা পাণ্ডের বিরুদ্ধে।
পঞ্চায়েত নির্বাচনের পর কি লোকসভা ভোটকে ঘিরেও কমিশনের সঙ্গে সংঘাতের পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার? সোমবার গড়বেতার জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। ভোট শুরুর মুখেই যদি কমিশনের বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হন মুখ্যমন্ত্রী, তাহলে আগামিদিনে এই উত্তাপ কোথায় পৌছবে তা নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সঙ্গে নির্বাচন কমিশনের লড়াই শেষ পর্যন্ত পৌছেছিল সুপ্রিম কোর্টে । নিয়ম করে প্রায় প্রতিদিন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা তোপ দাগেন কমিশনার মীরা পাণ্ডের বিরুদ্ধে।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের নজিরবিহীন সংঘাত নিয়ে রাজনৈতিক মহলে জল্পনাও হয়েছে বিস্তর। এবার লোকসভা নির্বাচনের মুখেও কমিশনের বিরুদ্ধে তোপ দাগা শুরু করলেন মুখ্যমন্ত্রী নিজে। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী? আক্রমণের প্রেক্ষাপট হাবড়া কাণ্ড। কমিশনের নির্দেশে হাবড়ার অশোকনগরে তৃণমূলের ব্যানার, ফেস্টুন খুলতে গিয়ে স্থানীয় বিধায়কের হুমকির মুখে পড়েন হাবড়া দুই ব্লকের বিডিও দীনবন্ধু গায়েন। তৃণমূল বিধায়ক ধীমান রায় রীতিমত হুমকি দেন বিডিওকে। এক পুর আধিকারিককে তো মাথা আর পা কেটে নেওয়ার হমকি দেন বলে অভিযোগ উঠেছে ধীমান রায়ের বিরুদ্ধে।
শুধু এটাই নয় ইতিমধ্যেই বিতর্কিত মন্তব্যের জন্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে শোকজ করেছে কমিশন। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব এবং দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় শোকজের মুখে পড়েছেন। বহু জায়গায় সরকারি অফিসে তৃণমূলের হোর্ডিং খুলে ফেলতে হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে। তবে ভোটের শুরুতেই মুখ্যমন্ত্রী কমিশনের বিরুদ্ধে যেভাবে আক্রমণ শানিয়েছেন তাতে জল্পনা বেড়েছে রাজনৈতিমহলে। নির্বাচনের শুরুতে এই পরিস্থিতি হলে ভোটের উত্তাপ যত বাড়বে কমিশনের প্রতি বিষোদগার কি ততই চড়া হবে? তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।