পরীক্ষায় বসতে পারবেন সব মাধ্যমিক পরীক্ষার্থী, নির্দেশ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর নির্দেশে মিটল মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড জট। পরীক্ষায় বসতে পারবেন ৪১০ জন পরীক্ষার্থীই। পরীক্ষা দিতে পারবেন কাঁকিনাড়া আদর্শ বিদ্যালয়ের পড়ুয়ারা। শনিবার দিনভর বিশৃঙ্খলার পর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল পর্ষদ অফিসে ফর্ম ভর্তি করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা হবে বিধাননগর পুর স্কুলে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে মিটল মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড জট। পরীক্ষায় বসতে পারবেন ৪১০ জন পরীক্ষার্থীই। পরীক্ষা দিতে পারবেন কাঁকিনাড়া আদর্শ বিদ্যালয়ের পড়ুয়ারা। শনিবার দিনভর বিশৃঙ্খলার পর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল পর্ষদ অফিসে ফর্ম ভর্তি করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা হবে বিধাননগর পুর স্কুলে।
এদিন অ্যাডমিট কার্ড না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাশীপুর রোডে। পরীক্ষার মুখে পথে নামেন সনাতন ধর্মীয় বিদ্যাপীঠের ৩০ জন ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবক। কাশীপুর রোড অবরোধ করেন তাঁরা। অবরোধ ওঠাতে গিয়ে পুলিসের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিস। গতকালও অ্যাডমিট কার্ড না পেয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছিলেন পরীক্ষার্থীরা। কখনও মধ্যশিক্ষা পর্ষদ তো কখনও স্কুল কর্তৃপক্ষ। সময়মতো অ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য কাঠগড়ায় উঠে আসছে দুপক্ষেরই নাম।