BJP Bangla Bandh: বিজেপির 'বনধে' পৌঁছতে ২-৫ মিনিট দেরি, 'চরম মাশুল' দিলেন পরীক্ষার্থীরা

 ICAR-এ টেকনিশিয়ান পদের জন্য পরীক্ষা ছিল আজ। 

Updated By: Feb 28, 2022, 02:37 PM IST
BJP Bangla Bandh: বিজেপির 'বনধে' পৌঁছতে ২-৫ মিনিট দেরি, 'চরম মাশুল' দিলেন পরীক্ষার্থীরা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : বিজেপির ডাকা বনধের (BJP Bangla Bandh) জেরে পরীক্ষাকেন্দ্রে ঢুকতেই পারলেন না পরীক্ষার্থীরা। বনধের ফলে সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে না পারায়, ঢুকতে দেওয়া হয়নি ICAR টেকনিশিয়ান পদের ৩০ জন পরীক্ষার্থীকে। এই ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ঘটনাটি ঘটেছে সল্টলেক সেক্টর ফাইভে (Sector Five) টিসিএস গীতবিতানের সামনে। 

রবিবার রাজ্যজুড়ে পুরভোটে (Municipal Election 2022) 'সন্ত্রাসে'র অভিযোগে আজ ১২ ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি (BJP Bangla Bandh)। এর জেরে সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। ICAR-এ টেকনিশিয়ান পদের জন্য পরীক্ষা ছিল আজ। অভিযোগ, বনধের কারণে সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেননি তাঁরা। কেউ ২ মিনিট, কেউ ৫ মিনিট দেরিতে এসে পৌঁছন। যারফলে তাঁদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এরকম পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ জন। এই ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। 

পরীক্ষার্থীদের দাবি, সকাল ৯টা থেকে পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রে রিপোর্টিংয়ের সময় ছিল সকাল সাড়ে ৮ টায়। সেখানে বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধের জেরে বিভিন্ন জায়গায় ট্রেন ও বাস দেরিতে ছাড়ে। যারফলে তাঁরা কেউ ২ মিনিট, কেউ ৫ মিনিট দেরিতে এসে পৌঁছন। যে কারণে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি পরীক্ষাকেন্দ্রে। তাঁদের যাতে আলাদা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই দাবি তুলেছেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন, Municipal Election 2022: কাঁথির পুরভোট বাতিল ও পুনর্নির্বাচনের দাবি বিজেপির, মামলা গ্রহণ হাইকোর্টের

Visva Bharati: পড়ুয়া বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী, তালা ঝোলানো হল অধিকাংশ ভবনের গেটে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.