বিধানসভা ভোটে তৃণমূলের তারকা বদল, চিরঞ্জিত-দেবশ্রীর বদলে সোহম-হিরণ

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারে বেশকয়েকজন তারকার নাম। সূত্রের খবর, চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায় ও অনুপ ঘোষাল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না।  ২০১১-য় বারাসত থেকে জয়ী হন চিরঞ্জিত। সূত্রের খবর, নিজে থেকেই সরে দাঁড়াতে চেয়েছেন চিরঞ্জিত। মাঝে মধ্যেই দলের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় তাঁর ওপর খুশি নয় শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে রায়দিঘির বিধায়ক হিসাবে দেবশ্রী রায়ের ভূমিকাতেও খুশি নয় দল। আর হুগলির উত্তরপাড়ার বিধায়ক অনুপ ঘোষাল শারীরিক অসুস্থতার জন্য নিজেই সরে দাঁড়াতে চেয়েছেন বলে খবর।

Updated By: Dec 16, 2015, 10:13 AM IST
বিধানসভা ভোটে তৃণমূলের তারকা বদল, চিরঞ্জিত-দেবশ্রীর বদলে সোহম-হিরণ

ওয়েব ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারে বেশকয়েকজন তারকার নাম। সূত্রের খবর, চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায় ও অনুপ ঘোষাল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না।  ২০১১-য় বারাসত থেকে জয়ী হন চিরঞ্জিত। সূত্রের খবর, নিজে থেকেই সরে দাঁড়াতে চেয়েছেন চিরঞ্জিত। মাঝে মধ্যেই দলের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় তাঁর ওপর খুশি নয় শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে রায়দিঘির বিধায়ক হিসাবে দেবশ্রী রায়ের ভূমিকাতেও খুশি নয় দল। আর হুগলির উত্তরপাড়ার বিধায়ক অনুপ ঘোষাল শারীরিক অসুস্থতার জন্য নিজেই সরে দাঁড়াতে চেয়েছেন বলে খবর।

চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়, অনুপ ঘোষাল। এই তিন তারকা প্রার্থী সম্ভবত টিকিট পাচ্ছেন না আসন্ন বিধানসভা নির্বাচনে। কিন্তু তাদের জায়গায় আসছেন কারা? সূত্রের খবর, তৃণমূলের টিকিটে দুহাজার ষোলর নির্বাচনে ভোটে দাঁড়াতে পারেন অভিনেতা সোহম চত্রবর্তী এবং হিরণ চ্যাটার্জি। নতুন তারকাদের মধ্যে সোহম ও হিরণই প্রথম পছন্দ দলের শীর্ষ নেতৃত্বের। 

.