ভুয়ো ক্যাম্প থেকে টিকা নিয়ে আতঙ্কে ভুগছেন রুমা, ভরতচন্দ্রেরা; কলেজের তরফে অভিযোগ দায়ের থানায়

আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Updated By: Jun 24, 2021, 04:47 PM IST
ভুয়ো ক্যাম্প থেকে টিকা নিয়ে আতঙ্কে ভুগছেন রুমা, ভরতচন্দ্রেরা; কলেজের তরফে অভিযোগ দায়ের থানায়

নিজস্ব প্রতিবেদন: ভরতন্দ্র দাস, রুমা শিকদার। সংখ্যায় দু'জন আসলে বহুজনের প্রতীক। যাঁরা না জেনেই ভুয়ো ক্যাম্প থেকে করোনাটিকা নিয়ে ফেলেছেন, আর এখন আতঙ্কে ভুগছেন। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কাণ্ড। গতকাল বুধবার থেকেই যা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। 

আজ, বৃহস্পতিবারই জানা গিয়েছে সিটি কলেজেও তিনি খুলেছিলেন তাঁর টিকা ক্যাম্প (Vaccine)। এ নিয়ে বৃহস্পতিবার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: অস্কারে মনোনীত হয়েছিল তাঁর নাম, কানে পুরস্কৃত, এদিকে তিনি 'আইএএস'ও! ব্যাপার কী?

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আজ সকাল থেকে কসবা এলাকায় অভিযানে নামেন স্বাস্থ্যকর্মীরা। কসবার রাজডাঙা, কসবা সুপার মার্কেট এলাকায় ঘুরছেন তাঁরা। জানা গিয়েছে, কসবার ক্যাম্প থেকে প্রায় দেড় হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছিলেন। যার মধ্যে প্রথম দিন টিকা নেওয়া ১০১ জনের নামের তালিকা হাতে পেয়েছেন স্বাস্থ্যকর্মীরা। প্রত্যেকের সঙ্গে কথা বলছেন তাঁরা। খোঁজ নিচ্ছেন তাঁদের শরীরে কোনও অসুবিধা হচ্ছে কিনা। 

কী বলছেন তাঁরা? 

কসবার বাসিন্দা। পঁচাত্তরের ভরতন্দ্র দাসও  অনেকের মতো ওই ভুয়ো সেন্টার থেকে ভ্যাকসিন নিতে গেছিলেন। কিন্তু যখন থেকে তিনি খবরে শুনছেন, ওই আইএএস ভুয়ো, তখন থেকেই আতঙ্কিত ভরত।  তিনি বলেন, একটু তো ভয় লাগছেই।  শরীরে কী দিল কিছুই তো বুঝলাম না।  তাই ডাক্তার দেখিয়ে নিচ্ছি।

কসবার আর এক বাসিন্দা ৪৫-এর রুমা শিকদারও ভ্যাকসিন নিয়েছেন ওই ভুয়ো সেন্টার থেকে। কিন্তু খবরে শোনার পর থেকেই আতঙ্কে ভুগছেন তিনি। রুমাদেবী বলেন, কিছুই তো বুঝতে পারছি না, কী ভ্যাকসিন নিলাম!

সোনারপুর, কসবা ছাড়াও কলেজের এক প্রাক্তন পড়ুয়ার সাহায্যে উত্তর কলকাতার সিটি কলেজেও ভ্য়াকসিনেশন ক্যাম্প করেছিলেন ভুয়ো IAS দেবাঞ্জন দেব। সেই ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন প্রায় ৮০ জন। জানা গিয়েছে, গত ১৮ জুন কলেজে ওই ক্যাম্পের ব্যবস্থা করা হয়। যে ক্যাম্প থেকে টিকা নেন কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে কলেজের পড়ুয়া, এমনকি সাধারণ মানুষও। ভুয়ো IAS দেবাঞ্জন দেবের কাণ্ড প্রকাশ্যে আসতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সিটি কলেজের (City College) অধ্যক্ষ বলছেন-- সব দেখে অবিশ্বাসের জায়গা ছিল না, কেএমসি লেটারহেডে চিঠি দিয়েছিল। তবে এখন সব জেনে ব্যাপারটা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছি। তবে এই ভুয়ো-কাণ্ডে কলেজের জড়িয়ে পড়ার দায় কার, তা নিয়ে নীরবই থেকেছেন অধ্যক্ষ।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সিটি কলেজেও ক্যাম্প করেছিল ভুয়ো IAS দেবাঞ্জন দেব

.