মোবাইল ছিল নিষিদ্ধ, কর্মীর উপর চলত নজরদারি, দেবাঞ্জনের অফিস ঘিরে ‘সুপার সিক্রেসি’

ধৃতের অফিসের কর্মীদের সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর তথ্য জি২৪ ঘণ্টার হাতে।

Updated By: Jun 24, 2021, 10:48 PM IST
 মোবাইল ছিল নিষিদ্ধ, কর্মীর উপর চলত নজরদারি, দেবাঞ্জনের অফিস ঘিরে ‘সুপার সিক্রেসি’

নিজস্ব প্রতিবেদন: কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের অফিসে ছিল ‘সুপার সিক্রেসি’। গোটা অফিস মুড়ে রাখা হত কঠোর নিরাপত্তায়। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দেওয়া অভিযুক্ত দেবাঞ্জন দেব।

আজ দেবাঞ্জনের অফিসে তল্লাশি চালায় পুলিস। বাজেয়াপ্ত করা হয় প্রচুর সামগ্রী।  ধৃতের অফিসের কর্মচারীদের সঙ্গে কথা বলে জি ২৪ ঘণ্টা জানতে পেরেছে, সকলের আগে অফিসের আসতেন দেবাঞ্জন দেব। সবার শেষে অফিস থেকে বের হতেন। অফিসে নতুন ভ্যাকসিন এলে ঘণ্টাখানের নিজের চেম্বারেই দরজা বন্ধ করে থাকতেন অভিযুক্ত। এরপর সেই ভ্যাকসিনগুলো অফিসের ফ্রিজারে কর্মীদের রেখে দেওয়ার নির্দেশ দিতেন। এমনকি দেবাঞ্জনের ঘরের সামনে সর্বদা প্রহরায় থাকত নিরাপত্তারক্ষী। তাঁর ঘরে ঢুকতে গেলেও কর্মীদের পকেটের তল্লাশি নেওয়া হত। মোবাইল নিয়ে ঘরে ঢোকা ছিল নিষিদ্ধ।

আরও পড়ুন: Fake Vaccine Case: KMC-র বিশেষ কমিশনারের সই নকল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত

আরও পড়ুন: BJP-র আর্জি খারিজ স্পিকারের, পিএসি কমিটিতে 'মুকুলিত' কৃষ্ণনগর উত্তরের বিধায়ক

দেবাঞ্জনের অফিসের কর্মীরা জানিয়েছেন, ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মীরা ওই অফিসে কাজ করতেন। কোনও মাসে মাইনে পাননি, এমনটা হয়নি। তবে অফিসের চারপাশ ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়।       

.