নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আগুণ লাগলে কি হবে বাস ডিপোতে?
রাজ্য পরিবহণ নিগমের বাস ডিপোগুলিতে ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। অভাব রয়েছে সচেতনতারও । রাজ্য পরিবহণ নিগমের ২৬টি বাস ডিপোর পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দিল ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট।
ওয়েব ডেস্ক: রাজ্য পরিবহণ নিগমের বাস ডিপোগুলিতে ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। অভাব রয়েছে সচেতনতারও । রাজ্য পরিবহণ নিগমের ২৬টি বাস ডিপোর পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দিল ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট।
রাজ্য পরিবহণ নিগমের বাস ডিপোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক অতীতে টালিগঞ্জ এবং বেলগাছিয়া ডিপোয় অগ্নিকাণ্ডের ঘটনায় সে প্রশ্ন আরও জোরালো হয়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাস ডিপোগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেয় রাজ্য সরকার। দায়িত্ব দেওয়া হয় ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টকে। সংস্থার তরফে বৃহস্পতিবার রিপোর্ট তুলে দেওয়া হয় পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে।
রিপোর্ট অনুসারে
১) বহুক্ষেত্রেই বাসের মধ্যে কিংবা ডিপোগুলিতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের মেয়াদ পেরিয়ে গেলেও তা বদল করা হয় না।
২) ডিপোগুলিতে পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই। পঞ্চাশ হাজার লিটার জল ধরে এমন দুটি রির্জার্ভার রাখার কথা প্রতিটি ডিপোয়। কিন্তু দশ হাজার লিটারের বেশি জল দিতে পারছে না পরিবহণ দফতর।
৩) অনেকক্ষেত্রেই ট্রামডিপোর মধ্যেই বাস ডিপো রয়েছে। এর জেরে জায়গা সংকীর্ণ হওয়ায় অগ্নিনির্বাপণের সব নিয়ম মানা সম্ভব হচ্ছে না।
৪) ড্রাইভার-কনডাক্টারদের সচেতনতার অভাব রয়েছে।
৫) বাসে ব্যবহৃত দাহ্য লুব্রিকেন্ট ডিপোর যেখানে সেখানে ছড়িয়ে থাকে।
রিপোর্টে যেসব ত্রুটির কথা বলা হয়েছে দমকল বিভাগ তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন দমকলের অধিকর্তা। রিপোর্টের ভিত্তিতে শেষপর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় কিনা। রাজ্য পরিবহণ নিগমের বাস ডিপোগুলির অগ্নিনির্বাপণের হাল ফেরে কিনা, তা যদিও সময়ই বলবে।