KMC Election Result 2021: 'বিরোধী আসনে বামেরা থাকাটা-ই শুভ... বার বার অপমানটা ভিতরকে জ্বালিয়ে দেয়'

কেন বামেরা থাকাটা শুভ? তার কারণ ব্যাখ্যাও করেছেন Firhad Hakim

Updated By: Dec 21, 2021, 01:13 PM IST
KMC Election Result 2021: 'বিরোধী আসনে বামেরা থাকাটা-ই শুভ... বার বার অপমানটা ভিতরকে জ্বালিয়ে দেয়'
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : বিরোধী আসনে কি বামেদের দেখতে চান? উত্তরে কোনও ধোঁয়াশা না রেখে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর বিদায়ী চেয়ারম্যান ফিরহাদ হাকিমের স্পষ্ট জবাব, "বামেরা থাকাটা শুভ।" উল্লেখ্য, ৮২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম। জয়ের শংসাপত্র আনতে নির্বাচন কমিশনে যাচ্ছেন তিনি।

কেন বিরোধী আসনে বামেরা থাকলে, সেটাকে 'শুভ' বলছেন ফিরহাদ হাকিম? তার কারণও ব্যাখ্যা করেছেন নিজে। তিনি বলেন,"বিভেদমূলক রাজনীতি বেশিদিন বাংলায় থাকতে পারে না। কারণ বাংলার মানুষ আদর্শ ভাবেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, কাজী নজরুল ইসলামকে, স্বামী বিবেকানন্দকে। সেখানে সাম্প্রদায়িক বিভেদমূলক রাজনীতি বেশিদিন থাকে পারে না।" একইসঙ্গে বিজেপির নাম না করে গেরুয়া শিবিরকেও একহাত নেন ফিরহাদ হাকিম। তীব্র ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন, "এই ববি হাকিম মুসলিম বলে তাঁকে হ্যাটা কর, তাঁকে দেশের বাইরে বের করে দাও! এটা প্রত্যাশিত নয়। আমরা সবাই ভারতের সন্তান। ভারতে জন্মেছি, বড় হয়েছি, ভারতেই মৃত্যুবরণ করব। বার বার করে এই অপমানটা জ্বালিয়ে দেয় ভিতরটাকে। মনে হয়, আমার মায়ের প্রতি ভালোবাসা আমাকে প্রমাণ করতে হবে।"

প্রসঙ্গত, ভোট শতাংশের বিচারে এবার কলকাতা পুরভোটে বামেদের ভোট বেড়েছে অনেকখানি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত গণনায় দেখা যায়, ভোট শতাংশের বিচারে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। বামেদের ভোট ১১.৪ শতাংশ। আর বিজেপি সেখানে ৮.৯ শতাংশ। অন্যদিকে, ৭১ শতাংশের উপর ভোট নিয়ে জয়ের পথে এগিয়ে তৃণমূল। 

আরও পড়ুন, KMC Election Result 2021: "ভোটের আগেই হেরে বসে আছেন বিরোধীরা", দাবি ফিরহাদের

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.