Kolkata Airport: নামতে না পেরে মাঝ আকাশেই চক্কর, কলকাতা বিমানবন্দরে বড়সড় 'বিপদ'! বিপর্যস্ত পরিষেবা...
৭টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র। যাত্রীরা দুর্ভোগের শিকার। রওনা দেওয়ার আগে শেষ মুহূর্তে বাতিল বিমান।
সৌমেন ভট্টাচার্য: ঘন কুয়াশায় বিমান চলাচল বিঘ্নিত। ঘন কুয়াশার চাদরে কলকাতা বিমানবন্দর দৃশ্যমানতা নামল ৫০ মিটারে। যার জেরে বিমান পরিষেবা ব্যাহত।
ভোর ৪টে ২৮ থেকে বিমান ওঠা নামা বিপর্যস্ত হয়ে পড়ে ঘন কুয়াশার কারণে। মাঝ আকাশে চক্কর কাটতে থাকে বেশ কিছু বিমান। ৭টি বিমান ঘুরিয়ে দেওয়া হয় অন্যত্র। অন্য বিমানবন্দরে ঘুরিয়ে অবতরণ করানো হয়। সব উড়ান দেরিতে চলছে। দৃশ্যমানতা ঠিক রাখতে অত্যাধুনিক প্রযুক্তিগত আলোর ক্যাটের ব্যবহার করা হচ্ছে।
রানওয়ে ভিজিবিলিটি রেঞ্জ
১ আরমিট ৭৫ মিটার
০১ আর এন্ড মিট ৩০০ মিটার
নাইন্টিন এল ৫০ মিটার
নাইন্টিন এল মিট ১০০ মিটার
১৯ এল টাচ ডাউন মিট ২৫ মিটারে নেমে এসেছে।
এর ফলে বিমান চলাচলের ওপর প্রভাব পড়েছে। যাত্রীরা দুর্ভোগের শিকার। ওদিকে রওনা দেওয়ার আগে একদম শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয় বাগডোগরাগী বিমান। যার জেরে কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ। কলকাতা থেকে বাগডোগরা, SG130 উড়ান রওনা দেওয়ার কথা ছিল ভোর সাড়ে ৫টায়। কিন্তু একদম শেষ মুহূর্তে রওনা দেওয়ার আগে যাত্রীদেরকে জানানো হয় যে, বিমানটি বাতিল করা হয়েছে। আর তারপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন, Bidhannagar: গোটাটাই বেআইনিভাবে নির্মাণ! এবার বিধাননগরে হেলে পড়ল বিল্ডিং...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)