Containment Zone: আক্রান্ত পাঁচ জনের বেশি, মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষিত গড়িয়াহাট রোডের একটি অ্যাপার্টমেন্ট
সংক্রমিত আবাসনগুলো যে চিন্তার কারণ তা সোমবারই বুঝিয়ে দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম
নিজস্ব প্রতিবেদন:কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল গড়িয়াহাট রোডে সিংহী পার্ক অ্যাপার্টমেন্টকে। গত ৪৮ ঘণ্টায় সেখানে করোনা পজিটিভ হয়েছেন ৮ জন। পুরসভার নিয়ম অনুযায়ী কোনও আবাসনে ৫ জনের বেশি করোনা পজিটিভ হলে তাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে। সেই নিয়ম অনুয়ায়ী আজ সকালে ওই অ্যাপার্টমেন্টকে কনটেনেমেন্ট জোন ঘোষণা করা হল।
বুধবার সকালে গড়িয়াহাট থানার পুলিস ও স্থানীয় পুরপিতা সৌরভ বসু যৌথভাবে বাড়িটির গায়ে নোটিস লাগিয়ে দিলেন। কমপক্ষে আগামী ৭ দিন কোনও বহিরাগত ওই আবাসনে ঢুকতে পারবেন না। বাড়ির অন্য়ান্য বাসিন্দারাও বাইরে বের হতে পারবেন না। তবে অত্যাবর্ষীয় কারণ ছাড়া ঘরেই থাকতে হবে তাদের। আবাসনের বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিল গড়িয়াহাট থানা। মাইকিং করে মাইক্রো কনটেনমেন্ট জোনের নিয়মকানুন বুঝিয়ে দিলেন তারা।
সংক্রমিত আবাসনগুলো যে চিন্তার কারণ তা সোমবারই বুঝিয়ে দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই অনুযায়ী বেশ কয়েকটি আবাসনকে কনটেনমেন্ট জোন ঘোষণা পুরসভা। বাইপাসের ধারে আরবানা কমপ্লেক্সকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে কলকাতা পুরসভা। মঙ্গলবার পুরসভার পক্ষ থেকে ওই আবাসনের প্রতিটি অংশ স্য়ানিটাইজড করা হয়। হ্যান্ড মেশিনের পাশাপাশি ওয়াটির মিস্ট ক্যানন দিয়েও করা হচ্ছে স্যানিটাইজেশন। এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ জানিয়েছেন আরবানা আবাসনে কমপক্ষে ৪৩ জন করোনা আক্রান্ত। আরও অনেকে টেস্ট করতে দিয়েছেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে আবাসনটিকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন-কতটা 'বিপজ্জনক' করোনার নয়া B.1.640.2 স্ট্রেইন? IHU নিয়ে প্রথম বিবৃতি WHO-র
ডায়মন্ডহারবার রোড সংলগ্ন আরও একটি আবাসনকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কলকাতা পুলিস ও পুরসভার পক্ষ থেকে আবাসনের গেটে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। সাফ লিখে দেওয়া হয়েছে, বাইরের লোকের প্রবেশ নিষেধ। কনটেনমেন্ট জোন ঘোষিত আবাসনের জিম, সুইমিং পুল, পার্ক, ক্লাব ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। যেসব আবাসনে একাধিক টাওয়ার রয়েছে সেইসব আবাসনের যে টাওয়ারে আক্রান্তরা রয়েছেন সেই টাওয়ার বা যে তলে আক্রান্ত বেশি সেটিতে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হচ্ছে। বাইরের লোক ঢোকা বা বাইরে বের হওয়ার উপরে কড়া বিধিনিধেষ আরোপ করা হচ্ছে।