মমতাকে আক্রমণ গৌতম-বুদ্ধর

আইনশৃঙ্খলা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদদ্ধেব ভট্টাচার্য। অন্যদিকে তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন গৌতম দেবও।

Updated By: Nov 28, 2012, 10:00 PM IST

আইনশৃঙ্খলা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদদ্ধেব ভট্টাচার্য। অন্যদিকে তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন গৌতম দেবও।
বুধবার সিঁথিতে দলীয় এক সমাবেশে বুদ্ধদেব বলেন, তোলাবাজি আর গুণ্ডামির সরকার চলছে। তাঁর অভিযোগ, মহাকরণ থেকেই সমাজবিরোধীদের উদ্দেশ্যে প্রশ্রয়ের বার্তা যাচ্ছে। একসময় বানতলা নিয়ে জ্যোতি বসুর সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বানতলার অস্ত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সাম্প্রদায়িকতার প্রশ্নেও মমতা বন্দ্যোপাধ্যায়ে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তাঁর অভিযোগ সুক্ষ সাম্প্রদায়িকতার নীতি নিয়ে চলছে তৃণমূলের সরকার। রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়েও সরব হন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, মানুষের রায়কে সঙ্গে নিয়েই বড় প্রতিরোধের রাস্তায় যাবেন তাঁরা।
অন্যদিকে এদিনই সিঁথিতে দলীয় এক সমাবেশে গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রী কীভাবে তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? গৌতম দেবের অভিযোগ, ছবি বিক্রির নামে স্বয়ং মুখ্যমন্ত্রীই তোলা তুলছেন। দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রথম তোলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। সাম্প্রতিক সময়ে একই ইস্যুতে দলের বিরুদ্ধে তোপ দেগেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যও। এবার তোলাবাজি ইস্যুতে শুধু তাঁর দল নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন বিরোধীরা।
 
সিঙ্গুর নিয়েও মমতাকে একহাত নিয়েছেন তিনি। পঞ্চায়েতের আগে উত্তর চব্বিশপরগনা জেলায় দলকে চাঙ্গা করতে টানা কর্মসূচি নিয়েছে সিপিআইএম। জেলার ২২টি ব্লকে ২২টি জনসভা ও বেশকয়েকটি বড় পদযাত্রা করবে বামেরা। আদিবাসীদের নিয়ে একটি জনসভাও করবে তাঁরা।

.