তথ্যতালুকে তৃণমূলের গুণ্ডামি, মারধর তথ্যপ্রযুক্তি কর্মীদের

সল্টলেকের বেশকয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মীদের মারধর ও হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল স্থানীয় তৃণমূল নেতা জয়দেব নস্কর ও দিলীপ ঘোষের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন তৃণমূল কর্মী আইবিএম,টেকনো ইন্ডিয়া, সুগম বিজনেস পার্কে হানা দেয় বলে অভিযোগ। সংস্থার কর্মীদের তারা  মারধর করে বলেও অভিযোগ। কাজ করতে হলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নে যোগ দিতে হবে এই বলেই হামলাকারিরা হুমকি দেয় বলে অভিযোগ।

Updated By: Nov 28, 2012, 08:23 PM IST

সল্টলেকের বেশকয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মীদের মারধর ও হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল স্থানীয় তৃণমূল নেতা জয়দেব নস্কর ও দিলীপ ঘোষের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন তৃণমূল কর্মী আইবিএম,টেকনো ইন্ডিয়া, সুগম বিজনেস পার্কে হানা দেয় বলে অভিযোগ। সংস্থার কর্মীদের তারা  মারধর করে বলেও অভিযোগ। কাজ করতে হলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নে যোগ দিতে হবে এই বলেই হামলাকারিরা হুমকি দেয় বলে অভিযোগ। কর্মীদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছে আক্রান্ত কর্মীরা।
ঘটনার প্রতিবাদে আজ বিধাননগর পুরসভার একনম্বর ওয়ার্ডের কাউন্সিলর চামেলি নস্করের নেতৃত্বে আক্রান্ত কর্মীরা বিধাননগর কমিশনারেটে যান। কথা বলেন বিধাননগর কমিশনারেটের কমিশনার রাজীব কুমারের সঙ্গে। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বা দেন তিনি। গোটা ঘটনা স্থানীয় তৃণমূল বিধায়ক সুজিত বসুকে জানানোর পরেও তিনি কোনও ব্যবস্থাই নেননি বলে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত কর্মীরা। অভিযোগকারীদের দাবি তৃণমূল নেতা জয়দেব নস্কর ও দিলীপ ঘোষ দুজনেই বিধায়ক সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ট। সেই কারণেই বিধায়ক কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ কর্মীদের।

.