মুখ্যমন্ত্রী আমাকে বুলবুল নিয়ে জানাতে বাধ্য, মমতাকে সরাসরি তোপ রাজ্যপালের

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত চরমে।

Updated By: Nov 15, 2019, 07:59 PM IST
মুখ্যমন্ত্রী আমাকে বুলবুল নিয়ে জানাতে বাধ্য, মমতাকে সরাসরি তোপ রাজ্যপালের

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত যেন থামছে না। শুক্রবার ফের বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনখড়। জি ২৪ ঘণ্টা ডিজিটালের কাছে রাজ্যপাল দাবি করলেন, বুলবুল ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা নিয়ে তাঁকে কিছুই জানানো হয়নি। মুখ্যমন্ত্রী তাঁকে জানাতে বাধ্য বলেও মনে করেন ধনখড়। 

ঘূর্ণিঝড় বুলবুলের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা। বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছিলেন,''রাজনীতির সঙ্গে প্রশাসনকে মিলিয়ে ফেলা উচিত নয়। এতে আখেরে গণতন্ত্রের ক্ষতি। বুলবুল বিধ্বস্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। পরিস্থিতি খতিয়ে দেখছি। যাওয়ার দরকার হলে নিশ্চিতভাবে যাব।'' শুক্রবার জি ২৪ ঘণ্টা ডিজিটালের কাছে রাজ্যপাল অভিযোগ করলেন, বুলবুল নিয়ে রাজ্য আমাকে কিছু জানায়নি। মুখ্যমন্ত্রী আমাকে জানাতে বাধ্য। কিন্তু আজ পর্যন্ত কিছু জানাননি। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা নিয়েও খোঁচা দিয়েছেন রাজ্যপাল। তাঁর মন্তব্য,''অনেকে বলল কিছুদিন আগেই এক মন্ত্রী নাকি এখানে হেলিকপ্টারে এসেছেন।

শিক্ষা দফতরও অসহযোগিতা করছে বলে অভিযোগ করেন রাজ্যপাল। তাঁর কথায়, অনেককিছু জানতে চেয়েছি, কিন্তু জানায়নি। আশা করছি, একদিন ঠিক জানাবে। এনআরসি কেন্দ্রীয় সরকারের বিষয় বলেও মনে করেন রাজ্যপাল। 

বৃহস্পতিবার রাজ্যপালকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''বিজেপির মুখপত্র হিসেবে কাজ করছে। একটা সমান্তরাল শাসন চালাচ্ছে। আমার রাজ্যেও এটা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চলা উচিত। মনে রাখা দরকার, কেন্দ্র ও রাজ্য সরকার  নির্বাচিত।''

আরও পড়ুন- দাঁতনে ঝুলন্ত দেহ উদ্ধারে বিজেপি-তৃণমূল তরজা, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিস

.