রাতভর শহরে তুমুল বৃষ্টি, জল জমল খিদিরপুর চত্বরে

বুধবারও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

Updated By: Jun 16, 2021, 10:31 AM IST
রাতভর শহরে তুমুল বৃষ্টি, জল জমল খিদিরপুর চত্বরে

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের বর্ষার ইনিংস শুরু হয়ে গেল। রাতভর তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা। জলমগ্ন শহরের একাধিক এলাকা। জল জমেছে খিদিরপুরের ভূ-কৈলাস রোড-সহ আশেপাশের এলাকায়। 

কখনও ঝিরঝিরি, তো কখনও আবার বেশ জোরে। গত কয়েক দিন ধরে দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতায়। গতকাল রাতে ফের মুষলধারায় বৃষ্টি নামল শহরে। আর তাতেই ফিরল চেনা জলছবি। কার্যত জলের তলায় খিদিরপুরের ভূ-কৈলাস রোড, রমানাথ পাল রোড, বেরাপুকুর মোড়ে। বাদ যায়নি বাবুবাজার, মোমিনপুর বাজার চত্বরও।

আরও পড়ুন: ফের রাজ্যে ফিরতে চলেছে কনটেনমেন্ট জোন! নয়া বিজ্ঞপ্তি নবান্নের

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ অর্থাত্‍ বুধবারও দিনভর মুখ ভার থাকবে আকাশের। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে অনেকটাই। একলাফে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.