মমতা যা করছে, পালটা হবে, জেরার পর থানা থেকে বেরিয়ে বললেন মুকুল

আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। তদন্তকারীরা যা জিজ্ঞাসা করেছেন জানা থাকলে জবাব দিয়েছি। প্রতারণার অভিযোগে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার ঠাকুরপুকুর থানার সামনে দাঁড়িয়ে বললেন মুকুল রায়। 

Updated By: Sep 9, 2019, 07:02 PM IST
মমতা যা করছে, পালটা হবে, জেরার পর থানা থেকে বেরিয়ে বললেন মুকুল

নিজস্ব প্রতিবেদন: আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। তদন্তকারীরা যা জিজ্ঞাসা করেছেন জানা থাকলে জবাব দিয়েছি। প্রতারণার অভিযোগে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার ঠাকুরপুকুর থানার সামনে দাঁড়িয়ে বললেন মুকুল রায়। 

রেলের কমিটির সদস্য করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার মুকুল রায়কে তলব করেছিল কলকাতা পুলিস। সোমবার বিকেলে ঠাকুরপুকুর থানায় হাজিরা দেন তিনি। টানা ২ ঘণ্টা মুকুল রায়কে জেরা করেন তদন্তকারীরা। 

 

জেরার পর থানা থেকে বেরিয়ে মুকুল বলেন, 'আমার বিরুদ্ধে রাজ্য সরকার ২৪টা মামলা করেছে। ২৪টা মামলাতেই অভিযোগকারী হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁদের দিয়ে জোর করে মামলা করানো হয়েছে। আজকে একটা মামলায় জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছিল। আমার যা যা জানা আছে আমি সব জানিয়েছি।' 

চুরির দায়ে গ্রেফতার হবে মমতা, চাঞ্চল্যকর দাবি মুকুল রায়ের

মুকুল রায় বলেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে রাজ্য সরকার। যে ধরণের মামলা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বিজেপি ক্ষমতায় এলে পালটা হবে বলে হুঁশিয়ারি দেন মুকুল রায়। 

এদিন থানায় ঢোকার সময় চাঞ্চল্যকর দাবি করেন মুকুল রায়। বলেন, ৮ কোটি টাকা চুরির দায়ে গ্রেফতার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

.