বরাত জোরে আরও বড় দুর্ঘটনা থেকে রক্ষা
সূর্য সেন মার্কেটে কীভাবে লাগল আগুন ? কেমন করে তা দ্রুত ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে ? কী উঠে আসছে দমকলের তদন্তে ? চব্বিশ ঘণ্টার রিপোর্ট।
সূর্য সেন মার্কেটে কীভাবে লাগল আগুন ? কেমন করে তা দ্রুত ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে ? কী উঠে আসছে দমকলের তদন্তে ? চব্বিশ ঘণ্টার রিপোর্ট।
আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের সূর্য সেন মার্কেট। ভোর তিনটে নাগাদ আগুন লাগে পাঁচতলা বাজারে। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও ইতিমধ্যেই প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দিয়েছে দমকল। জানা গেছে, বাড়িটির তিনতলায় পিছনের দিকে এক আইনজীবীর চেম্বার থেকেই ছড়িয়ে পড়ে আগুন। চেম্বারের পুরনো ফ্রিজে শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
বিদ্যুতের তার বেয়ে আগুন মূহুর্তে পৌঁছে যায় একতলার মিটার ঘরে । এরপর আগুন ছড়িয়ে পরে বাড়ির আনাচেকানাচে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকা বহুতলটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। তবে ওই বাড়িতে থাকা মোট ৫৬ টি গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে বলেই জানা গেছে। এর ফলে আরও বড় ক্ষতি এড়ানো গেছে বলেই ধারণা দমকল আধিকারিকদের।
দেখুন ভিডিও: কীভাবে লাগল আগুন