সনাক্ত করা হল ১৭ জনের দেহ
জগত্ সিনেমার পাশে সূর্য সেন মার্কেটে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে ১৯ টি প্রাণ। দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কলকাতা পুলিস মর্গে। এখনও পর্যন্ত মধ্যে ১৭ জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে।
জগত্ সিনেমার পাশে সূর্য সেন মার্কেটে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে ১৯টি প্রাণ। দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কলকাতা পুলিস মর্গে। এখনও পর্যন্ত মধ্যে ১৭ জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে।
যাঁদের দেহ সনাক্ত হয়েছে তাঁরা হলেন,
জ্যোত্স্না সাহা, বাড়ি-মুচিপাড়া, বয়স-৭৫
লালচাঁদ পুরকাইত, বাড়ি-মথুরাপুর, বয়স-২৬
মিঠুন জানা, বাড়ি-কাঁথি, বয়স-২৮
চেতলাল যাদব, বাড়ি-গিরিডি, ঝাড়খণ্ড, বয়স-৩৪
তুকলাল রবিদাস, বাড়ি-ভারজু, ঝাড়খণ্ড
ভিকি রবিদাস, বাড়ি-ভারজু, ঝাড়খণ্ড, বয়স-৫০
আজিজুল গাজি, বাড়ি-রাধাবল্লভপুর, দঃ ২৪ পরগনা, বয়স-২৫
মহম্মদ মোতালির আলি, বাড়ি-রায়দিঘি, বয়স-২৬
জগদীশ রবিদাস, বাড়ি-মুচিপাড়া, কলকাতা, বয়স-৬৫
রতন পোদ্দার, বাড়ি-তাহেরপুর, নদিয়া, বয়স-২৬
পলাশ মণ্ডল, বাড়ি-তেহট্ট, নদিয়া, বয়স-২৪
রাধাগোবিন্দ পোদ্দার, বাড়ি-তাহেরপুর, বয়স-৬০
গোঁসাই পাল, বাড়ি-হাবড়া, বয়স-৩২
গোবিন্দ কর্মকার, বাড়ি-বেলঘড়িয়া
জিতেন্দ্র শর্মা, বাড়ি-নওয়াদা, বিহার
অর্জুন ধর, বাড়ি-দমদম, বয়স-৩০
অরুণ ভৌমিক
মৃত দু'জনের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের পর ১৪ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ৩ জনের পরিবারের লোক এখনও এসে পৌঁছননি। আজকের মত দেহ তুলে দেওয়ার কাজ শেষ। আবার আগামিকাল মৃতদের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।
প্রতীক্ষায় মর্গে
জতুগৃহে কান্না