Anubrata Mandal: আড়াই বছর পর সাক্ষাত, অনুব্রতকে দেখে মমতা বললেন...
Anubrata Mandal: এদিনে বৈঠকে যোগ দেওয়ার আগে মমতার সঙ্গে তাঁর সাক্ষাত নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল বলেন, ভাই দিদির কাছে যাচ্ছে এতে অসুবিধের কী আছে?
![Anubrata Mandal: আড়াই বছর পর সাক্ষাত, অনুব্রতকে দেখে মমতা বললেন... Anubrata Mandal: আড়াই বছর পর সাক্ষাত, অনুব্রতকে দেখে মমতা বললেন...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/25/505931-8.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় আড়াই বছর পর কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল। তিহাড় জেল থেকে ছাড়া পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম গেলেও অনুব্রতর সঙ্গে তাঁর সাক্ষাত হয়নি। দলের বৈঠকে আজ তা হল। দলনেত্রী কেষ্টকে কী বলেন সেটাই ছিল জল্পনার বিষয়।
আরও পড়ুন-দলে এবার নয়া দায়িত্বে অভিষেক! তৃণমূলের কর্মসমিতির বৈঠকে বড় সিদ্ধান্ত...
সূত্রের খবর, দলের বৈঠকে কোনও কথাই বলেননি অনুব্রত মণ্ডল। তবে দলনেত্রী কেষ্টকে লক্ষ্য করে জিজ্ঞাসা করেছেন, অনুব্রত কেমন আছো? তাঁর সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।
এদিনে বৈঠকে যোগ দেওয়ার আগে মমতার সঙ্গে তাঁর সাক্ষাত নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল বলেন, ভাই দিদির কাছে যাচ্ছে এতে অসুবিধের কী আছে? এভাবেই তিনি সাংবাদিকদের প্রশ্ন থামিয়ে দেন।
বীরভূমে দল পরিচালনায় তৃণমূলের কোর কমিটি গড়ে অনুব্রতর গুরুত্ব খানিকটা খর্ব করা হলেও কালীঘাট থেকে এই ডাক কি অনুব্রতকে গুরুত্ব দেওয়ারই প্রমাণ? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। তবে এদিন বৈঠকে মমতা-অনুব্রত সাক্ষাত হলেও কেষ্টকে কোনও বড় দায়িত্ব দেওয়া হয়নি।
উল্লেখ্য, তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়। সঙ্গে মানস ভুইঁয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানও। দলের শৃঙ্খলারক্ষায় জোর দেওয়া হয়েছে। সংসদ, বিধানসভা ও দলীয় স্তরে থাকবে ৩ শৃঙ্খলারক্ষা কমিটি। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, 'পার্টি বিরোধী কাজের জন্য যদি শোকজ করা হয়, তার উত্তর দিতে হবে। পরপর তিনটি যদি শোকজ হলে সেই সদস্য বা সদস্যাকে সাসপেন্ড করা হবে'।
দিল্লিতে দলের মুখপাত্র করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষকে। কলকাতার ক্ষেত্রে মুখপাত্র করা হয়েছে অমিত মিত্র ও চন্দ্রিমা ভট্টাচার্য(অর্থনীতি), শশী পাঁজা ও পার্থ ভৌমিক(শিল্প), গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিকবড়াইক(উত্তরবঙ্গ), বীরবাহা হাঁসদা(ঝাড়গ্রাম), মলয় ঘটক(চাবাগান)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)