রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি। একটি সাংস্কৃতির অনুষ্ঠানে যোগ দিতে লখনউ গিয়েছেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই পশ্চিমবঙ্গ সংঘর্ষের পটভূমি। কিন্তু, বর্তমানে এ রাজ্যে যা হচ্ছে তা সংঘর্ষ নয়, সন্ত্রাস। সন্ত্রাস উদ্বেগের বিষয়।

Updated By: Nov 16, 2014, 08:48 PM IST
রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

ওয়েব ডেস্ক: রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি। একটি সাংস্কৃতির অনুষ্ঠানে যোগ দিতে লখনউ গিয়েছেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই পশ্চিমবঙ্গ সংঘর্ষের পটভূমি। কিন্তু, বর্তমানে এ রাজ্যে যা হচ্ছে তা সংঘর্ষ নয়, সন্ত্রাস। সন্ত্রাস উদ্বেগের বিষয়।

পাড়ুই প্রতিক্রিয়া বিভিন্ন দলের এক নজরে

পুলিসকে সঙ্গে নিয়ে পাড়ুইয়ে আক্রমণ চালাচ্ছে তৃণমূল। অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। গোটা বিষয়টি তিনি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। পাড়ুইয়ে সন্ত্রাসের প্রতিবাদে বুদ্ধিজীবীদের পথে নামার অনুরোধ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

পাড়ুইয়ে লাগাতার অশান্তির দায় এড়াতে পারে না কেন্দ্রীয় সরকারও। অভিযোগ করলেন অধীর চৌধুরী। পাড়ুইতে  সংঘর্ষের জন্য  তৃণমূলকেই কাঠগড়ায় তুলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বিজেপিই মূল টার্গেট। সিপিআইএম-এর সাম্প্রতিক সব সভাসমিতিতে বারবার উঠে এসেছে এই বক্তব্য। আসছে  ছয়ই ডিসেম্বর আরও কিছু বামপন্থী দলকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতা বিরোধী কর্মসূচিও নিয়েছে বামফ্রন্ট। কিন্তু পাড়ুইতে বিজেপি-তৃণমূল সংঘর্ষের প্রসঙ্গে তৃণমূলকেই কাঠগড়ায় তুলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

.