SSC: ৭৫ জন পরে নামেও চাকরি এসএসসি-তে? বাতিলের কড়া নির্দেশ হাইকোর্টের
একইসঙ্গে তাঁর বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।
অর্ণবাংশু নিয়োগী: এসএসসি-তে (SSC) ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। আর সেই কারণে ফের কর্মরত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ। বেঞ্চ বদলের প্রথম দিনেই নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) চাকরি বাতিলের নির্দেশ। একইসঙ্গে বেতন বন্ধের নির্দেশও। নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।
সিদ্দি গাজী বলে এক অঙ্কের শিক্ষকের এবার চাকরি বাতিলের নির্দেশ। একইসঙ্গে তাঁর বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। এসএলএসটি নবম-দশমের অঙ্কের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন সিদ্দি গাজী। কিন্তু
মামলাকারী অনুপ গুপ্তার অভিযোগ, তাঁর থেকে অনেক পরে নাম ছিল সিদ্দি গাজীর। তালিকায় তাঁর থেকে ৭৫ জনের পরে নাম ছিল সিদ্দি গাজীর। কিন্তু তাঁকে চাকরি দেওয়া হয়।
প্রসঙ্গত, এর আগে হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী শিক্ষিকা অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করেছে আদালত। পাশাপাশি তাঁর বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে।
ওই অভিযোগ করেছিলেন শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকার নামে এক পরীক্ষার্থী। মন্ত্রীকন্যাকে মেধাতালিকায় জায়গা দেওয়া জন্য যিনি ছিটকে যান ২০ জনের নাম থেকে। এদিকে মন্ত্রীকন্যা কোনওরকম পার্সোনালিটি টেস্ট ছাড়াই মেধাতালিকার শীর্ষে জায়গা করে নিয়ে চাকরিতে নিয়োগ পেয়ে যান।