চিরিয়াখানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা হকারের
Kolkata sucide zoo
চিড়িয়াখানার সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক হকার। চিড়িয়াখানার সামনে হকার মুক্ত করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। ইতিমধ্যে ১৬ জন হকারকে স্টল দেওয়া হয়েছে পুরসভার তরফে। যদিও ১০৬ জন হকারের নাম নথিভূক্ত করা হয়েছে। বাকি হকারদের উচ্ছেদের কাজ শুরু করেছে পুলিস।
অভিযোগ, নিয়মিত তাঁদের হুমকি দেওয়া হচ্ছে, থানায় নিয়ে গিয়ে হেনস্থাও করা হচ্ছে। এই পরিস্থিতিতে আজ রমা শঙ্কর সাউ নামে এক হকার হতাশায় গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। বাকিরা বহু চেষ্টায় তাঁকে নিরস্ত করেন। এর পরেই চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন হকাররা। সোমবারের মধ্যে সব হকারকে পুরসভা স্টল না দিলে ওই ১৬ জনও স্টল ফিরিয়ে দেবেন বলে জানিয়েছে হকারদের সংগঠন।