চাপা আতঙ্কে লালবাড়ি দখলের ভোট কলকাতায়
চাপা আতঙ্কে লালবাড়ি দখলের ভোট হল কলকাতায়। কোথাও ভোট দিতে গিয়ে শাসকদলের কর্মী সমর্থকদের হুমকির মুখে পড়েছেন ভোটাররা। কোথাও আবার হুমকি মিলেছে ভোট দিলে ভাঙচুর হবে বাড়ি। এসেছে বুথ দখল আর ছাপ্পাভোটের অভিযোগ।
ওয়েব ডেস্ক: চাপা আতঙ্কে লালবাড়ি দখলের ভোট হল কলকাতায়। কোথাও ভোট দিতে গিয়ে শাসকদলের কর্মী সমর্থকদের হুমকির মুখে পড়েছেন ভোটাররা। কোথাও আবার হুমকি মিলেছে ভোট দিলে ভাঙচুর হবে বাড়ি। এসেছে বুথ দখল আর ছাপ্পাভোটের অভিযোগ।
বেলগাছিয়ার মনোহর অ্যাকাডেমি। ভোট দিতে গিয়ে নিজের সিরিয়াল নম্বরে ভোটটা দিতে পারেননি। প্রতিবাদ করেছিলেন। আর তারপরই...
একটু অন্যরকম হলেও হুমকির ছবিটা প্রায় এক পিকনিক গার্ডেনের ৬৭ নম্বর ওয়ার্ডে।
অভিযোগ বহিরাগতরা এসে হুমকি দিচ্ছে। সেরকমই একজনের মুখোমুখি চব্বিশ ঘণ্টা।
আর মুকুন্দপুর এলাকা শনিবারও বেরোতে পারেনি আতঙ্কের গ্রাস থেকে।
ভোটের দিনও ছিট কালিকাপুর এলাকায় দাপিয়ে বেরালো শাসক দলের বাইকবাহিনী। বাম এবং বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুরেরও অভিয়োগ উঠেছে। চলেছে মারধরও।
পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের নারকেলডাঙা হাইস্কুলে ছবিটা কিন্তু একদম আলাদা। বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই। কিন্তু, ভিতরে কী হচ্ছে, বোঝা গেল ভোটারের সঙ্গে কথা বলেই।