'যাঁরা আমার ইস্তফার দাবি করছেন তাদের মধ্যে একজন সুদীপ্ত সেনের কাছ থেকে ৪ কোটি টাকা চেয়েছিলেন'
দল শোকজ করার পর কোণঠাসা কুণাল ঘোষ এ বার তাঁর কথা রাখতে শুরু করলেন। কুণাল বলেছিলেন, আমি ফাঁসলে সব বলে দেব। সেই ফাঁসের প্রথম পর্দা তুললেন কুণাল।
যাঁরা ইস্তফার দাবি করছেন তাদের মধ্যে একজন সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে ৪ কোটি টাকা চেয়েছিলেন। আজ এই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ কুণাল ঘোষ।
তৃণমূল নেতা মলয় ঘটকের বিরুদ্ধে সরাসরি তাঁর অভিযোগ, হুমকি দিয়ে ব্যবসা বন্ধের চেষ্টা করছেন।
কুণালের নিশানা থেকে বাদ যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সাংসদ কুণাল ঘোষ ক্যামেরার সামনে বললেন, ২১ জুলাইয়ের ঘটনায় কারও শাস্তি তো দিতেই পারেনি, তার ওপর আবার সেদিনের ঘটনায় অভিযুক্ত মণীশ গুপ্ত এখন দলের মন্ত্রী! এর আগে কুণাল বলেছিলেন, সততার মোড়কে বেশিদিন চলবে না।