করোনায় মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

এছাড়াও করোনায় মৃতের সংখ্যাও রাজ্য গোপন করছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। এদিন রাজ্যপালের কাছে সেই বিষয়টি তুলে ধরতে চান তাঁরা।

Reported By: অঞ্জন রায় | Updated By: Apr 11, 2020, 12:52 PM IST
করোনায় মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

নিজস্ব প্রতিবেদন:  রাজ্যে করোনা মোকাবিলায় এক জোট হয়ে লড়ছেন সকলে। এই পরিস্থিতিতে কিছু সমস্যার কথা জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। শনিবার দুপুরে রাজভবনে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা। রাজ্যপালের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরতে চান তাঁরা।
করোনা মোকাবিলায় অন্যতম হাতিয়ার হল পরীক্ষা করানো। সেখানে বিজেপির অভিযোগ, রাজ্যে যথাযথভাবে পরীক্ষা করানো হচ্ছে না। এছাড়াও করোনায় মৃতের সংখ্যাও রাজ্য গোপন করছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। এদিন রাজ্যপালের কাছে সেই বিষয়টি তুলে ধরতে চান তাঁরা। লকডাউনে দুঃস্থ পরিবারগুলির মুখে অন্ন তুলে দিতে বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। কিন্তু সেক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে বলে বিজেপির অভিযোগ। বিজেপির নেতাদের দাবি, মুখ দেখে রেশন দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মীরা বেশি চাল তুলে নিচ্ছেন।

রক্তদান শিবির করায় গ্রেফতার বাম কাউন্সিলর, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি সুজনের
এই পরিস্থিতিতে রাজ্যের গোটা চিত্রটা তুলে ধরতেই তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন বিজেপি নেতারাI
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় সর্বোতভাবে চেষ্টা করছে রাজ্য সরকার। করোনা ইস্যুকে নিয়ে যাতে কোনওভাবেই রাজনীতি করা না হয়, তার জন্যও বারবার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, "কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি ঘটেই থাকে। তবে সেগুলো নিয়ে এখন রাজনীতি করার সময় নয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জোটবদ্ধ হতে হবে।" এই পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে বিজেপি নেতাদের সাক্ষাত্ রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tags:
.