বিস্ফোরক মদনের বাক্যবোমা রাষ্ট্রপতি, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকেও

তৃণমূল নেতা মদন মিত্রের নিশানায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। রাজ্যের পরিবহণমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক সারদাকে অনুমতি দিয়েছিল। তাঁর দাবি, অবিলম্বে গ্রেফতার করা উচিত রিজার্ভব্যাঙ্কের গভর্নরকে।

Updated By: Apr 21, 2014, 10:11 AM IST

তৃণমূল নেতা মদন মিত্রের নিশানায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। রাজ্যের পরিবহণমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক সারদাকে অনুমতি দিয়েছিল। তাঁর দাবি, অবিলম্বে গ্রেফতার করা উচিত রিজার্ভব্যাঙ্কের গভর্নরকে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে শনিবারই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার সরব পরিবহণমন্ত্রী মদন মিত্র। তাঁর দাবি, চিদম্বরমের স্ত্রী ও ছেলে সারদার কালো টাকা রাখা যায় তা ঠিক করে দিতেন।

সারদা কেলেঙ্কারিতে নাম না করে এবার স্বয়ং রাষ্ট্রপতির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। বর্ধমানের একটি নির্বাচনী জনসভায় মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য, ভারতের সব থেকে শীর্ষ পদে যিনি রয়েছে, তাঁর ছেলে ও মেয়ে সারদার থেকে কত কোটি টাকা নিয়েছে, তা জানাক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

.