স্বাস্থ্য পরিষেবায় কোনও আপোষ নয়, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
এসএসকেএম সহ রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজে দালালচক্র রুখতে কড়া হল রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবায় যে কোনও আপোষ নয়, তাও আজ বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ নির্দেশ এসএসকেএম-এ বিশৃঙ্খলা কোনওমতেই বরদাস্ত করা হবে না। পরিষেবা ঠিক না হলে, কড়া পদক্ষেপ করা হবে।
ওয়েব ডেস্ক: এসএসকেএম সহ রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজে দালালচক্র রুখতে কড়া হল রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবায় যে কোনও আপোষ নয়, তাও আজ বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ নির্দেশ এসএসকেএম-এ বিশৃঙ্খলা কোনওমতেই বরদাস্ত করা হবে না। পরিষেবা ঠিক না হলে, কড়া পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন বিকেলে গ্রেফতার, আর রাতেই ছাড়া পেয়ে গেলেন এসএসকেএমের দালাল চক্রের মূল পাণ্ডা!
শুধু এসএসকেএমেই নয়, এরকম কোথায় যেন না হয়, সেইদিকেও নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। শক্ত হাতেই সরকার এসব রুখবে, সেই বার্তাটা দিয়েই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন তিনি সিন্ডিকেটের বিষয়েও বার্তা দিয়েছেন এর আগে। নবান্ন থেকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে ভবানীপুর থানাকেও।
আরও পড়ুন কেন গ্রেফতার করেও ছাড় রাজেন মল্লিককে? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে