বেল ভিউ থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী
আজ বেল ভিউ থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী। বুধবার দিল্লি থেকে ফিরেই দক্ষিণ কলকাতার এই হাসপাতালে ভর্তি হন মমতা ব্যানার্জি। অন্যদিকে আজই দিল্লির এইমস থেকে ছাড়া পেলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিনই কলকাতায় ফেরেন তিনি।
আজ বেল ভিউ থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী। বুধবার দিল্লি থেকে ফিরেই দক্ষিণ কলকাতার এই হাসপাতালে ভর্তি হন মমতা ব্যানার্জি। অন্যদিকে আজই দিল্লির এইমস থেকে ছাড়া পেলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিনই কলকাতায় ফেরেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই ভাল আছেন মুখ্যমন্ত্রী। এই কথা জানালেন তাঁর চিকিত্সক সুব্রত মৈত্র। গতকাল রাতে তিনি জানান, মুখ্যমন্ত্রীর রক্তচাপ আগের থেকে ভাল, শ্বাসকষ্ট এবং ব্যাথাও কমেছে। তবে মুখ্যমন্ত্রীর মেডিক্যাল টিমের মতে, এখনও অন্তত দুই সপ্তাহ তাঁর বিশ্রামের প্রয়োজন আছে।
দিল্লি থেকে কলকাতায় ফিরতেই বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সিটি স্ক্যান করা হয়। এমআআরআই পরীক্ষাও হয়েছে মুখ্যমন্ত্রীর। চিকিৎসকরা জানিয়েছেন রক্তচাপ কম রয়েছে তাঁর। সেইসঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছিল মুখ্যমন্ত্রীর। কথা বলতেও পারছিলেন না তিনি।
বেলভিউতে চিকিৎসক সুব্রত মৈত্রর নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তাঁরাই মুখ্যমন্ত্রীর চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে দিল্লিতে বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী।