প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিন, আজ ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার বেলা ১ টায় শুরু হবে পদযাত্রা। যাদবপুর ৮বি বাসট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে যদুবাবু বাজার পর্যন্ত।
![প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিন, আজ ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিন, আজ ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/17/224150-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: CAA, NRC-র প্রতিবাদে মঙ্গলবার ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আজ প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিন। বেলা ১ টায় শুরু হবে পদযাত্রা। যাদবপুর ৮বি বাসট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে যদুবাবু বাজার পর্যন্ত।
যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এইট বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে ঢাকুরিয়া সেতু হয়ে গোলপার্ক, গড়িয়াহাট রোড, রাসবিহারী অ্যাভিনিউ ধরে ভাবনীপুরের যদুবাবুর বাজারে শেষ হবে মিছিল।
আরও পড়ুন: মমতার পদযাত্রা-সহ শহরে আজ ৩ কর্মসূচি, প্রবল যানজটের আশঙ্কায় মহানগর
গত সপ্তাহের সাংবাদিক বৈঠকেই CAA, NRC-র প্রতিবাদ মিছিলের কথা বলেন নেত্রী। রাজ্যজুড়ে গণ আন্দোলনের ডাক দেন এদিনই। এরপর নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবার দুপুর ১টা থেকে কলকাতার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে টানা তিনদিন চলবে পদযাত্রা।