বিভিন্ন রাজ্য ও সংসদে স্লোগান উঠছে, এটা বাংলার গর্ব, এবার সারা দেশে খেলা হবে: Mamata

মমতা যখন বাংলায় (Mamata Banerjee) 'খেলা হবে' বলছেন, তখন ত্রিপুরায় বিজেপির 'খেলা শেষ' বলে হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

Updated By: Aug 2, 2021, 06:37 PM IST
বিভিন্ন রাজ্য ও সংসদে স্লোগান উঠছে, এটা বাংলার গর্ব, এবার সারা দেশে খেলা হবে: Mamata

নিজস্ব প্রতিবেদন:'খেলা হবে' (Khela Hobe) আজ খুব জনপ্রিয় স্লোগান হয়ে গিয়েছে। দিল্লির সংসদ থেকে ইউপি, রাজস্থান সব জায়গায় আওয়াজ উঠছে 'খেলা হবে'। খেলা কিছুটা হয়েছে। আবার হবে। সোমবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে 'খেলা হবে' প্রকল্পের উদ্বোধন করে আরও একবার ২৪-র বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।   

বিধানসভা ভোটের আগে 'খেলা হবে'  (Khela Hobe)  স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। ওই স্লোগানটি জনপ্রিয় হয়েছিল গোটা বাংলায়। সে কথা স্মরণ করিয়ে এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,'খেলা ছাড়া জীবন চলে না। খেলার মধ্যে দিয়ে ঐতিহ্য, সংস্কৃতি ও সুস্বাস্থ্য গড়ে ওঠে। জাপানেও অলিম্পিক চলছে। খেলা হবে স্লোগানটা চিরস্থায়ী করা দরকার। বিভিন্ন খেলা ও কর্মসূচির মাধ্যমে খেলা হবে স্লোগানকে কার্যকরী করতে হবে। স্লোগানটা এতটাই জনপ্রিয়, যখন নির্বাচনের সময় গ্রামেগঞ্জে যেতাম, আমি নামতে না নামতেই চিৎকার শুরু হয়ে যেত- খেলা হবে।'

মমতা যখন বাংলায় 'খেলা হবে' বলছেন, তখন ত্রিপুরায় বিজেপির 'খেলা শেষ' বলে হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যে রাজ্যে 'খেলা হবে' বলে জানালেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'বাংলার লোক এত ভালোবাসে 'খেলা হবে' স্লোগানকে। বিভিন্ন রাজ্য ও সংসদেও এই স্লোগান উঠছে। মনে রাখবেন এটা বাংলার গর্ব। আগামী দিনে সারা দেশে খেলা হবে। খেলা হবে-কে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে।'

এবার থেকে প্রতিবছর ১৬ অগাস্ট 'খেলা হবে দিবস'  (Khela Hobe Divas) পালন করা হবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,'ওই দিন একটা খেলার ঘটনাকে কেন্দ্র করে অনেকে মারা গিয়েছিল। আগে অনেক কর্মসূচি হত। প্রতিবছর ১৬ অগাস্ট পালন করব খেলা হবে দিবস। এটা খেলাধুলোর জগতে আলোড়ন সৃষ্টি করবে। ১ লক্ষ বল গরিব ক্লাবগুলিকে দেব।' দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাৎ করেন সস্ত্রীক জাভেদ আখতার। সেদিনই তাঁকে 'খেলা হবে' গান লিখে দেওয়ার দেওয়ার অনুরোধ করেছিলেন। এ দিন মমতা জানালেন, 'খেলা হবে নিয়ে একটা ভালো গান তৈরি করা দরকার। খেলা হবে বাজলে মেয়েরা পর্যন্ত উৎসাহী হয়ে নৃত্য করে স্বাগত জানাত।'

আরও পড়ুন- পাখির চোখ ত্রিপুরা, দেড় বছরে উন্নয়নের সরকার, তারিখ লিখে রাখুন, চ্যালেঞ্জ Abhishek-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.