ভিশন ২০২১, আগামী ৫ বছরের জন্য কী টাস্ক দিলেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ইনিংস যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ইনিংস সেখান থেকেই শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এবারও তাঁর ফোকাস জেলার উন্নয়ন। প্রথম প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, জেলায় গিয়ে নিজেই সব কাজ খতিয়ে দেখবেন তিনি।

Updated By: Jun 3, 2016, 07:22 PM IST
ভিশন ২০২১, আগামী ৫ বছরের জন্য কী টাস্ক দিলেন মুখ্যমন্ত্রী?

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ইনিংস যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ইনিংস সেখান থেকেই শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এবারও তাঁর ফোকাস জেলার উন্নয়ন। প্রথম প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, জেলায় গিয়ে নিজেই সব কাজ খতিয়ে দেখবেন তিনি।

সংখ্যার হিসেবে এটা তৃণমূল সরকারের ১২৬তম প্রশাসনিক বৈঠক। দ্বিতীয় ইনিংসের প্রথম বৈঠক। টাউনহলের বৈঠকে উপস্থিত ছিলেন সব মন্ত্রী, সব দফতরের সচিব, জেলাশাসক এবং এসপিরা। বক্তা শুধুই মুখ্যমন্ত্রী। ধরে ধরে পাঁচ বছরের টাস্ক দিলেন তিনি।

৫ বছরের টাস্ক

আগামী ৫ বছরে ভিশন ডকুমেন্ট তৈরি করে জমা দিতে হবে

সবার ঘরে আলো পৌঁছতে হবে

পরিবেশ এবং বালি খাদান নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে

স্বাস্থ্য পরিষেবা আরও প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে হবে

বাসের সংখ্যা বাড়ানোয় জোর

হাতিদের জন্য রেসকিউ সেন্টার  হবে

সব দফতরকেই নির্দেশ, গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত জানাতে হবে নবান্নে

কলকাতার বৈঠক শেষ করেই ১৪ জুন ঝাড়গ্রাম থেকে জেলার বৈঠক শুরু করবেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গতবছর উন্নয়ন খাতে যে বরাদ্দ ছিল, তার ছয়গুণ বেশি খরচ করা হয়েছে। এবারটার্গেট দশগুণ খরচ করা। বৈঠকে স্পষ্ট  উন্নয়নকেই পাখির চোখ করতে চান মুখ্যমন্ত্রী।  গ্রামীণ উন্নয়নের পাশাপাশি শহরেও কর্মসংস্থান বৃদ্ধি করাই তার ভিশন ২০২১। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেননি মুখ্যমন্ত্রী। তবে পরিষেবা কর নিয়ে অসন্তোষ চেপে রাখেননি।

.