হুমায়ুনকে মন্ত্রিত্বে বহাল থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর
উপনির্বাচনে হেরেও মন্ত্রিত্বে আপাতত বহাল রইলেন হুমায়ুন কবীর। সেটাও আবার মুখ্যমন্ত্রীরই নির্দেশে। আজ মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন।"
উপনির্বাচনে হেরেও মন্ত্রিত্বে আপাতত বহাল রইলেন হুমায়ুন কবীর। সেটাও আবার মুখ্যমন্ত্রীরই নির্দেশে। আজ মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন।"
পঞ্চায়েত নির্বাচনেও তিনি দলের দায়িত্বে থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। নিয়মমতো মন্ত্রী হওয়ার পর ছমাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হয়। কিন্তু এ ক্ষেত্রে নির্বাচনে হেরে গিয়েছেন হুমায়ুন কবীর। তা সত্ত্বেও যেভাবে নজিরবিহীনভাবে তাঁকে মন্ত্রী পদে বহাল রাখলেন মুখ্যমন্ত্রী নিজে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের দিকে চোখ রেখেই সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।