Malda: মালদহে ফের খুন তৃণমূল কর্মী! জখম আরও দুজন, উত্তেজনা এলাকায়...
Malda: ড্রেন এবং রাস্তার শিলান্যাসের জন্য গিয়েছিলেন, অঞ্চল সভাপতি বকুল শেখ এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধান। এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুলাল হত্যাকাণ্ডের আবহে মালদহে ফের শুটআউট। হত্যাকাণ্ডের ১২দিনের মাথায় ফের টার্গেট তৃণমূল নেতা। কালিয়াচকের এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ আরও এক তৃণমূল কর্মী। ২জন চিকিত্সাধীন। রাস্তার উদ্বোধন করতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। সেই ঘটনায় মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর। পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি নিকাশি এবং রাস্তার শিলান্যাসের জন্য গিয়েছিলেন, অঞ্চল সভাপতি বকুল শেখ, প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং হাঁসা শেখ নামে এক তৃণমূল কর্মী। এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর।
আরও পড়ুন: আসছে পশ্চিমী ঝঞ্ঝা, উধাও হবে শীত! সপ্তাহের শেষে আচমকা হাওয়া বদল বঙ্গে?
২ রা জানুয়ারিতে প্রকাশ্যে দিবালকে, দুলাল সরকারকে খুন করা হয়েছিল। তার ঠিক ১২ দিনের মাথায় ফের মালদহে গুলি চলল। এবার ঘটনাস্থল কালিয়াচক। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসান শেখ নামে এক তৃণমূল কর্মী। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। জানা গিয়েছে, সকাল বেলায় ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, নিকাশি এবং রাস্তার উদ্বোধনের জন্য এসেছিলেন। কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। এসারুদ্দিন শেখ নওদার যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং হাসান শেখ নামে এক তৃণমূল কর্মী। অভিযোগ, সেই সময় আচমকাই তাদের উপর লক্ষ্য করে কিছু দুষ্কৃতিরা চড়াও হয় এবং আচমকাই হামলা চালায় বকুলের উপর।
মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন আহত দুই তৃণমূল নেতা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ অনেক রক্তক্ষরণ হয়েছে তাঁদের। ঘটনায় মৃত্যু হয়েছে হাসান শেখ। মঙ্গলবার অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। কী কারণে এই ঘটনাটি ঘটল তার তদন্তে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)