রাস্তাঘাটে বাধ্যতামূলক মাস্ক-দূরত্ব, নচেৎ পুলিস ধরলেই ব্যবস্থা,কড়া Nabanna
গতবছর ২৩ জুন নির্দেশিকা জারি করে মাস্ক বাধ্যতামূলক করেছিল নবান্ন (Nabanna)।
নিজস্ব প্রতিবেদন: রাস্তায় বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সামাজিক দূরত্ব। গতবছর নির্দেশিকা দিয়ে জানিয়েছিল নবান্ন। শনিবার আরও একবার সেই নির্দেশিকা জারি হল। কোভিড বিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিসকে।
গতবছর ২৩ জুন নির্দেশিকা জারি করে মাস্ক বাধ্যতামূলক করেছিল নবান্ন। শুরুতে কোভিড বিধি মেনে রাস্তায় বেরোতেন সাধারণ মানুষ। কিন্তু করোনার গ্রাফ নিম্নগামী হতেই শুরু হয় ঢিলেমি। দ্বিতীয় ঢেউয়ে যখন করোনা তীব্র বেগে ফিরে এসেছে, তখন সাধারণ মানুষের ঢিলেঢালা মনোভাবে রাশ টানল নবান্ন। জানান হল, রাস্তায় মাস্ক আবশ্যিক। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। এই নির্দেশ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিসকে। বিধি না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বাংলায় করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পেরিয়ে গিয়েছে। সংক্রমিতের সংখ্যা ১৪,২৮১। এ দিন রাজ্যের স্বাস্থ্য দফতর বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৪ হাজার ২৮১ জন। এর মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ২ হাজার ৯৭০ জন ও ২ হাজার ৮২১ জন। কোভিডে মৃতের সংখ্যা ৫৯।
আরও পড়ুন- ঝাড়খন্ডের Oxygen অন্যত্র দিন, রাজ্যেরটা রাজ্যেই থাকুক, কেন্দ্রকে পাল্টা নবান্নের