জমিতে রাস্তায় নেমে সন্ত্রাস ওড়ালেন, সিবিআইয়ে চটলেন মমতা
জমি বিলের বিরোধিতায় পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলালি থেকে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে পা মেলালেন তৃণমূল নেত্রী। আদতে জমি বিলের বিরোধিতায় মিছিল হলেও, এখান থেকেই কার্যত পুরভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়েব ডেস্ক: জমি বিলের বিরোধিতায় পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলালি থেকে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে পা মেলালেন তৃণমূল নেত্রী। আদতে জমি বিলের বিরোধিতায় মিছিল হলেও, এখান থেকেই কার্যত পুরভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিবিআইয়ের নোটিস পাঠানো নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা তোপ জনগণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে নোটিস পাঠাবে।
রাজ্যে গণতন্ত্র আছে বলেই সন্ত্রাসের অভিযোগ তুলতে পারছেন বিরোধীরা। পুরভোটের আগে বিরোধীদের তোলা সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।